মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৪৯ am
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার দু’টি পৌরসভায় ছয়জন ডিলারের মাধ্যমে খোলা বাজারে ৩০ টাকা কেজি মুল্যে দরিদ্রদের মাঝে ৫ কেজি করে চাল বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় তানোর পৌর এলাকার থানা মোড়স্থ সুনীল ডিলারের দোকানে ৩০ টাকা কেজি ন্যায্য মুল্যে চাল বিক্রয়ের আনুষ্ঠানিকভাব উদ্বোধন করেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
এতে সভাপতিত্ব করেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা আজহারুল ইসলাম, উপজেলার কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ ও ডিলার সুনীল চন্দ্র দাস প্রমুখ।
এসময় বিভিন্ন পেশার সাধারণ মানুষ ও উপকারভোগি চাল নিতে আসা বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
তানোর উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, তানোর উপজেলার দুইটি পৌরসভায় ছয়জন ডিলারের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে দরিদ্ররা ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন। আজকের তানোর