শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:১০ am
আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর সর্বোচ্চ স্পিডের ইন্টারনেট পাওয়া যায় সৌদি আরবে। আশ্চর্যজনক হলেও সত্যি পশ্চিমা বিশ্বের কোনো দেশ নয় বরং সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা মিলে সৌদি আরবে।
ওপেন সিগন্যালের প্রতিবেদন বলছে, বিশ্বের দ্রুততম ইন্টারনেটের দিক থেকে শীর্ষে রয়েছে সৌদি আরব। এখানে ব্যবহারকারীরা ৪১৪.২ এমবিপিএস-এর ডাউনলোড স্পিড পান। এ তালিকায় দুই নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া। এখানে ব্যবহারকারীরা ৩১২.৭ এমবিপিএস-এর গড় ডাউনলোড গতি পান। তিন নম্বরে আছে অস্ট্রেলিয়া। সেখানের গড় গতি ২১৫.৭ এমবিপিএস।
বিশ্বের তিন দেশের পর রয়েছে তাইওয়ানের নাম। ২১০.২ এমবিপিএস গতি নিয়ে চার নম্বরে রয়েছে এই দেশ। কানাডা ১৭৮.১ এমবিপিএস-এর গড় ডাউনলোড গতির সঙ্গে পাঁচ নম্বরে রয়েছে। ছয় নম্বরে রয়েছে সুইজারল্যান্ড, যেখানে ১৫০.৭ এমবিপিএস গতি পান ব্যবহারকারী। ১৪২.৮ এমবিপিএস গতিতে হংকং ৭ নম্বরে। ১৩৩.৫ এমবিপিএস গতিতে ৮ নম্বরে ব্রিটেন ও ১০২ গতি নিয়ে জার্মানি ৯ নম্বরে রয়েছে।
শীর্ষ দশে নেদারল্যান্ডস ও তারপর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নেদারল্যান্ডসে ইন্টারনেটের গতি ৭৯.২ এমবিপিএস। আমেরিকার গড় গতি ৫০.৯ এমবিপিএস। সূত্র : যুগান্তর