বৃহস্পতিবর, ৩১ অক্টোব ২০২৪, সময় : ০১:১৮ am
শাকিল আহমেদ, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’ তানোর এরিয়ার আয়োজনে ও আমশো গ্রাম উন্নয়ন কমিটির সহযোগিতায় হতদরিদ্রদের মাঝে কৃষিবীজ ছাড়া বকনা গরু প্রদান করা হয়েছে। আজ (২৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত জিওল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে ৩৯ জন হতদরিদ্র উপকারভোগীদের মাঝে এসব বিতরণ করা হয়।
এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আমশো গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মো. আলমাস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ। এতে বিশেষ অতিথি ছিলেন জিওল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ, ওয়ার্ল্ড ভিশনের তানোর এরিয়া প্রোগ্রাম অফিসার মি. এন্ড্রিকাশ মূর্মু, জুনিয়র প্রোগ্রাম অফিসার মি. বার্নাড কুজুর, বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল গাফ্ফার মন্ডল ও আমশো গ্রাম উন্নয়ন কমিটির অন্যতম সদস্য শাকিল আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ ও আয়-বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে এসব সবজি বীজ প্রদান করা হয়। গ্রাম বা মহল্লার হতদরিদ্র পরিবার তাদের পতিত জমি তথা পরিত্যক্ত বাড়ির উঠানে সবজি উৎপাদন করে নিজে সাবলম্বি হতে পারবে এবং তাদের পরিবারের পুষ্টি চাহিদা মিটাতে সক্ষম হবে।
অনুষ্ঠানে তানোর পৌর এলাকায় ১১০ জন ও পুরো উপজেলায় ৫৬০ জন উপকারভোগীর মাঝে এসব সবজি বীজ পর্যায়ক্রমে বিতরণ করা হবে। উল্লেখ্য, উপকারভোগীদের পারিবারিক আয়-বৃদ্ধির লক্ষ্যে একটি করে বকনা গরু বিতরণ করা হয়েছে।