শাহিন সাগর, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে জমকালো আয়োজনে আবাসন কোম্পানি রাইয়ান্ট প্রোপাটিজের আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ২৭৬/২ উপশহর রাইয়ান্ট প্রোপাটিজ রাজশাহীর শাখা অফিস উদ্বোধন করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আব্দুল মান্নান ও ব্যবস্হাপনা পরিচালক বিএসসি ইঞ্জিনিয়ার মোঃ শফিউর রহমান।
এছাড়াও প্রধান নির্বাহী পরিচালক মোঃ আলমগীর মোরশেদ রনজু, পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান রিপন। এতে উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ জমির মালিক ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ছাড়াও আরও অনকে।
এসময় ব্যবস্হাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. শফিউর রহমান বলেন, আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার সাফল্যের থেকেও বড় বিষয় হচ্ছে এটি একটি দীর্ঘ যাত্রা। এই যাত্রার মধ্যে অনেক চড়াই-উতরাই আছে। তা ছাড়া আবাসন খাতে টিকে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। সেই টিকে থাকাটা কেবল নামে নয়।
কারণ, দিন শেষে অধিকাংশ মানুষ তাঁদের সারা জীবনের সঞ্চয় আবাসনে বিনিয়োগ করেন। ফলে আস্থার বিষয়টি গুরুত্বপূর্ণ। আমরা আমাদের দীর্ঘ পথচলায় ক্রেতাদের আস্থার জায়গায় পৌঁছাতে আধুনিক নকশা ও উদ্ভাবনে সব সময়ই আমরা জোর দিয়ে থাকি। ব্যবহার উপযোগিতার সঙ্গে দেখার (লুক) ব্যাপারটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সব মিলিয়ে মানের বিষয়ে আপস না করা। প্রতিশ্রুতি অনুযায়ী সরবরাহ ও মানুষের নির্ভরতার কারণে রাইয়ান্ট প্রপার্টিজ লিমিটেড একটি অনন্য উচ্চতায় পৌঁছাবে ইনশাল্লাহ। ব্যবস্থাপনা পরিচালক বিএসসি ইঞ্জিনিয়ার শফিউর রহমান সাধ্যের মধ্যে আবাসন দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আজকের তানোর