সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৩:২৬ am

সংবাদ শিরোনাম ::
রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল
নিষেধাজ্ঞা থেকে মুক্তি চান ওয়ার্নার

নিষেধাজ্ঞা থেকে মুক্তি চান ওয়ার্নার

ক্রীড়া ডেস্ক :ধিনায়কত্বের ওপর আজীবন নিষেধাজ্ঞা প্রত্যাহারে নিজ দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করতে চান অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ওপেনার ডেভিড ওয়ার্নার।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে কেপ টাউন টেস্টে বল-টেম্পারিং কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার কারণে এক বছর ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা ও অধিনায়কত্বের বিষয়ে আজীবন নিষেধাজ্ঞার কবলে পড়েন ওয়ার্নার।

ওয়ার্নারের পাশাপাশি বল টেম্পারিং-এর সঙ্গে জড়িত থাকার দায়ে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা পেয়েছিলেন ঐ সময়ের অধিনায়ক স্টিভেন স্মিথ ও ক্যামেরন বেনক্রফট। নিষেধাজ্ঞায় অধিনায়কত্বও হারিয়েছিলেন স্মিথ।

তবে বেশ কয়েকজন সাবেক এবং বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সসহ চাচ্ছেন অধিনায়কত্বের বিষয়ে ওয়ার্নারের আজীবনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক।

ওয়ার্নারের উদ্ধৃতি দিয়ে ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিষয়টি নিয়ে এখনো আলোচনা হয়নি। অফ দ্য রেকর্ড আগেও অনেকবার বলেছি, আমার বিষয়টি পুরোপুরি বোর্ডের হাতে। তারা চাইলে আমি বসতে পারি এবং তাদের সঙ্গে এ ব্যাপারে খোলাখুলি একটা আলোচনা করতে পারি।’

২০১৩ সালের পর আবারও বিগ ব্যাশে খেলার জন্য চুক্তি করেছেন ওয়ার্নার। সিডনি থান্ডার্সের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন তিনি। আগামী আসরে থান্ডারের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে ওয়ার্নারকে।

কারণ, থান্ডারের সাবেক অধিনায়ক উসমান খাজা আগামী মৌসুমে ব্রিসবেন হিটের হয়ে খেলবেন। তাই থান্ডারের অধিনায়কত্বের পদটি শূন্য পড়ে আছে।

জাতীয় দলের হয়ে ৯টি আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করেছেন ওয়ার্নার। তবে পাকাপাকিভাবে নয়। কিন্তু আইপিএলের বেশ কয়েকটি মৌসুমে সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়ক ছিলেন তিনি। তবে অধিনায়কত্বের পদে না থাকলেও, নিজেকে দলের নেতাই ভাবেন ওয়ার্নার।

তিনি বলেন, ‘আমার অভিজ্ঞতা আছে, কোন পদে না থাকলেও আমি দলের একজন নেতা। আমার ভাবনাও তেমন। তরুণরা যদি আমার কাছে কিছু শিখতে চান, তাহলে আমার কাছে সব সময়ই ফোন থাকে, তাদের কাছে আমার ফোন নম্বর আছে এবং অনুশীলনের সময়ও আমার সঙ্গে তারা দেখা করতে পারেন।’

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.