সমবার, ১৬ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৪:২১ pm
দর্পণ বা আয়নার সামনে যেমন প্রতিচ্ছবি ভেসে উঠে। ভালো মন্দ সবকিছু পরিস্কার দেখা যায়। সেই দর্পণের মতো পরিস্কার ও সুন্দরের প্রত্যাশায় বাঙ্গালী জাতির পিতার আদর্শকে ধারণ, লালন ও পালন করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কলম যোদ্ধা হিসেবে আজ ও আগামীর সত্যের পথচলায় জেগে উঠুক ‘আজকের তানোর’ নামক নিউজ পোর্টাল।
বর্তমানে সংবাদ প্রবাহে আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর করে। তাই সংবাদপত্র, রেডিও, টেলিভিশন যুগেও ইন্টারনেট মিডিয়ার গুরুত্ব বেড়েছে। ফলে দেশ, জাতি, সমাজ এমনকি সমকালীন বিশ্বের চলমান ঘটনা, জীবন প্রবাহ, চিন্তা-চেতনা, জাতীয় স্বার্থ মিডিয়ার মাধ্যমে জেগে উঠে।
আশাকরি, তানোরে উন্নয়নের রুপকার ‘স্বপ্নদ্রষ্টা’ সাবেক শিল্পপ্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি রাজশাহী-১ (তানোর গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরীর উন্নয়ন অগ্রযাত্রার সংবাদ বিশ্বলোকে ‘আজকের তানোর’ এর মাধ্যমে পৌঁছাবে।
পরিশেষে বলবো, মুজিব বর্ষে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে এই অনলাইন নিউজ পোর্টালের নতুন পথচলায় অগ্রগতি ও সফলতা বয়ে আনুক এই প্রত্যাশা করি আমরা।
মো. লুুৎফর হায়দার রশিদ ময়না, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, তানোর, রাজশাহী।