রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৪১ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জ ৪৪ (ভোলাহাট -গোমস্তাপুর- নাচোল)- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম বলেছেন, যোগাযোগ ব্যবস্থার উন্নতির মধ্যদিয়ে ক্রমান্বয়ে গ্রাম শহরে রূপান্তরিত হবে।
ব্যবসা-বাণিজ্যের লক্ষ্যে বিভিন্ন প্রতিনিধি ও ক্রেতা গ্রামের উৎপাদিত ফসল কৃষকরা খুব অল্প সময়ে শহরে আনতে পারবে। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলে বাড়িতে বসেই ন্যায্যমূল্যে বিভিন্ন মালামাল বিক্রি করতে পারবে কৃষকরা।
রবিবার ২১ আগস্ট বেলা ১১টায় উপজেলার কসবা ইউনিয়নের নাচোল-রহনপুর সড়কলাগা আখিলা গ্রামের আখিলা হইতে চোপড়াপাড়া কাঁচা রাস্তার ১ কিলোমিটার পাকা করন সড়ক নির্মাণ কাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আখিলা গ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন গ্রামের ভিতর কাঁচা রাস্তাটি পাকা করুন এ স্বপ্ন আজ বাস্তবে পরিণত হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭৫ লাখ ৪৩ হাজার ৩৪৫ টাকা ব্যয়ে নির্মাণাধীন পাকা সড়কের ফলক উন্মোচন করে জনসাধারণের চলাচলের উদ্বোধন করেন এমপি আলহাজ আমিনুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, নাচোল উপজেলা প্রকৌশলী শাহিনুল, নাচোল পৌর বিএনপির সভাপতি মোসাদ্দেক রহমান ও সেক্রেটারি দুরুল হুদা।
শেষে আখিলা গ্রামের ১কিলোমিটার পাকা সড়কের উদ্বোধন ও বিশেষ মোনাজাত করা হয়। আজকের তানোর