সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৪৩ am

সংবাদ শিরোনাম ::
রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল
ইন্দোনেশিয়ার সঙ্গে আলোচনায় বাফুফে

ইন্দোনেশিয়ার সঙ্গে আলোচনায় বাফুফে

ক্রীড়া ডেস্ক : দুয়ারে কড়া নাড়ছে মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। তার আগে নিজেদের পরখ করে নিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ। তাদের কাছ থেকে সাড়াও মিলেছিল। কিন্তু হঠাৎই না করে দিয়েছে আরব আমিরাত। অগত্য প্রীতি ম্যাচ খেলার জন্য ইন্দোনেশিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ৬ সেপ্টেম্বর নেপালের কাঠমা-ুতে শুরু হবে মেয়েদের সাফ। মাঠের লড়াইয়ে নামার আগে নিজেদের শক্তি, দুর্বলতা পরখ করে দেখতে আগামী ২৯ অগাস্ট ও ১ সেপ্টেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে ম্যাচ দুটি খেলার কথা ছিল সাবিনা খাতুন-কৃষ্ণা রানী সরকারদের। আরব আমিরাত শেষ মুহূর্তে অপারগতা জানানোয় বাফুফে ইন্দোনেশিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে।

সেক্ষেত্রে ঢাকা কিংবা ইন্দোনেশিয়া, যেকোনো ভেন্যুতেই বাংলাদেশ খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। “এখনও আমরা আরব আমিরাতের কাছ থেকে কোনো লিখিত পাইনি, কিন্তু আজকে মৌখিকভাবে, ফোনে, হোয়াটসঅ্যাপ বার্তায় তারা আসতে পারছে না বলে আমাদেরকে জানিয়েছে। কোচের সিদ্ধান্ত এবং অনান্য বিষয়গুলো প্রাধান্য দেওয়ার বিষয় থাকায় বাংলাদেশে দল পাঠানো সম্ভব হচ্ছে না বলে তারা নিশ্চিত করেছে।” “খুব ক্ষীণ সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রীতি ম্যাচ আয়োজনের। যেহেতু মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ আমাদের জন্য খুব মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট।

আমরা খুব করে চাচ্ছিলাম এ মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে যাওয়ার আগে যেন দল প্রীতি ম্যাচ খেলতে পারে। এজন্য আমরা ইন্দোনেশিয়ার সঙ্গে কথা চালিয়ে যাচ্ছি। প্রয়োজন হলে ইন্দোনেশিয়ায় গিয়ে প্রীতি ম্যাচ খেলে আমরা নেপালে যাব। নয়ত, ইন্দোনেশিয়াকে ঢাকায় এনে অন্তত একটা ম্যাচ খেলব।” ফিফার নিষেধাজ্ঞা বলবৎ থাকলে নেপালের কাঠমান্ডুতে আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে না ভারত। বর্তমান সূচিতে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, পাকিস্তান ও মালদ্বীপ।

‘বি’ গ্রুপে আগে থেকেই আছে তিন দল-স্বাগতিক নেপাল, ভূটান ও শ্রীলঙ্কা। সেপ্টেম্বরে কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ২৬ সেপ্টেম্বর থেকে জামাল ভূইয়া-আনিসুর রহমান জিকোদের ক্যাম্প শুরু হওয়ার কথা। আবাসন, হোটেল থেকে মাঠে যাতায়াত-এসব বিবেচনায় উত্তরায় পুলিশ এফসির মাঠে ক্যাম্প করতে আগ্রহী কোচ হাভিয়ের কাবরেরা। বাফুফেও তাই চাইছে। তবে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সোহাগ।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.