রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:১৫ am

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
ভারতকে অনুরোধ করার দায়িত্ব কাউকে দেওয়া হয়নি : কাদের

ভারতকে অনুরোধ করার দায়িত্ব কাউকে দেওয়া হয়নি : কাদের

‘যিনি এ কথা বলেছেন, সেটা তাঁর ব্যক্তিগত অভিমত হতে পারে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সেটা আমাদের সরকারেরও বক্তব্য না, দলেরও না। এটা আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই। এতে ভারতও লজ্জা পায়। কীভাবে আমরা এ কথা বলি? বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ভালো আছে। অহেতুক কথা বলে এটা (বন্ধুত্বপূর্ণ সম্পর্ক) নষ্ট করবেন না।’

পলাশীর মোড় থেকে মিছিলটি শুরু হয় বিকেল সাড়ে চারটায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বরে ভারতে যাবেন বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, তখন হয়তো আরও কিছু বিষয়ে মতৈক্য হবে। লেনদেন, পার্টনারশিপ আরও জোরদার করার বিষয়ে আলাপ-আলোচনা হবে।

ভারতের সঙ্গে বৈরিতা চান না উল্লেখ করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘১৯৭৫ সালের পর ভারতের সঙ্গে বৈরিতা করে আমাদের দেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর সেই অবিশ্বাস-সংশয়ের দেয়াল ভেঙে দিয়েছেন।’

এই সরকার ক্ষমতায় আসার পর কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দুর্গাপূজা ও জন্মাষ্টমীর মতো অনুষ্ঠান হিন্দু সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে পালন করেছেন বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ইদানীং কিছু সহিংস ঘটনা ঘটছে। যারা হিন্দুদের মন্দির, বাড়িতে হামলা করে, তারা কোনো দলের নয়। তারা হচ্ছে দুর্বৃত্ত। তারা সবার শত্রু।
এ দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ সংখ্যালঘু নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা মুক্তিযুদ্ধ করেছেন। আপনাদেরও সমান অধিকার। এ অধিকার থেকে আপনাদের বঞ্চিত করার কেউ নেই।’

বাদ্য বাজিয়ে ও আড়তি করে মিছিলটি শিক্ষা ভবন, পুলিশ হেডকোয়ার্টার, গুলিস্তান হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়

‘সাম্প্রদায়িক রাজনীতির বিশ্বস্ত ঠিকানা বিএনপি। তারাই উসকানি দেয়, মদদ দেয়।’—অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ। সভাপতির বক্তব্যের পর প্রদীপ প্রজ্বালন করে জন্মাষ্টমীর মিছিলের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘করোনার কারণে কয়েক বছর বন্ধ থাকার পর এবার আমরা আবার জন্মাষ্টমীর মিছিল করতে পারছি।’

রাজধানীর বিভিন্ন মঠ, মন্দির ও সংগঠনের পক্ষ থেকে মিছিল নিয়ে পলাশীর চত্বরে আসেন ভক্তরা। মিছিলে হাজারও মানুষের সমাগম ঘটে। পলাশীর মোড় থেকে মিছিলটি শুরু হয় বিকেল সাড়ে চারটায়। বাদ্য বাজিয়ে ও আড়তি করে মিছিলটি শিক্ষা ভবন, পুলিশ হেডকোয়ার্টার, গুলিস্তান হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। সূত্র : প্রথম আলো

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.