শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১১:২৬ pm

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
আমি এগুলোকে পাত্তা দেই না : ‘বয়কট বলিউড’ নিয়ে তাপসী

আমি এগুলোকে পাত্তা দেই না : ‘বয়কট বলিউড’ নিয়ে তাপসী

বিনোদন ডেস্ক : ‘বয়কট বলিউড’। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি নতুন ট্রেন্ড শুরু হয়েছে। বেশ কয়েকমাস ধরে চলে আসছে এই ট্রেন্ড। মানসম্মত ছবি না পাওয়ায় ‘বয়কট বলিউড’ শুরু হয় বলে অনেকে বলছে।

বিশেষ করে আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ও অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’ ছবি বয়কটের ডাক যেন আরও বেশি সামনে আসে।

ছবি বয়কটে এরই মধ্যে অনেক বলিউড তারকা মুখ খুলেছেন। এবার প্রতিক্রিয়া জানালেন বলিউড নায়িকা তাপসী পান্নু।

সাংবাদিকদের তাপসী বলেন, বয়কট ব্যাপারটা নিয়ে আমার এখন আর ভয় লাগে না। কারণ, এটা কোনো বিষয় না। আপনার পছন্দ হলে ছবি দেখবেন, না হলে দেখবেন না। কিন্তু প্রশ্ন হলো, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড দেখার পর ছবি দেখবেন কি না তা ঠিক করবেন, এ ধরনের আচরণ দর্শকদের রুচি নিয়ে প্রশ্ন তোলে। তবে আমি এসবকে খুব একটা পাত্তা দেই না।

শুক্রবার মুক্তি পাচ্ছে তাপসীর নতুন ছবি ‘দোবারা’। বৃহস্পতিবার এই ছবির প্রচারেই কলকাতায় এসেছিলেন তাপসী পান্নু। সেখানেই তিনি এসব কথা বলেন।

এর আগে আমির খান, অক্ষয় কুমার, অর্জুন কাপুর ‘বয়কট বলিউড’ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

আমির খান বলেন, এই যে বয়কট বলিউড, বয়কট আমির খান, বয়কট লাল সিং চাড্ডা। এগুলো শুনলেই আমার খুব দুঃখ হয়। কষ্ট হয় এটা ভাবলেই যে, যারা এসব বলে বেড়াচ্ছেন তারা মনেপ্রাণে বিশ্বাস করেন যে, আমি হয়তো এই দেশকে ভালোবাসি না। তবে একথা মিথ্যা। আমি সত্যি আমার দেশকে ভালোবাসি। আমি এরকমই। যদি কেউ এরকম মনে করেন, তাহলে এর থেকে দুঃখের আর কিছু নেই।

অক্ষয় কুমার বলেন, আমাদের এখানে তো সব জিনিসকে বয়কট করে দাও। কারোর চ্যানেল ব্যান করে দাও, আবার কারোর এই জিনিস ব্যান করে দাও। এটা এখন ফ্যাশন হয়ে গেছে। আর আমি হাতজোড় করে সেই মানুষগুলোকে বলতে চাই, ব্যান করে কার লোকসান হবে? দেশেরই তো লোকসান হবে।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.