ডেস্ক রির্পোট : আমলাতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সহকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ অভিযোগ করে বলেছেন, সরকারি দপ্তরের পিয়নরাও সংসদ সদস্যদের সম্মান দেন না।
সোমবার ( ১৭ জানুয়ারি) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান ময়মনসিংহ-৩ আসনের এই সংসদ সদস্য।
আলোচনায় অংশ নিয়ে নাজিম উদ্দিন বলেন, ‘আমলাতান্ত্রিক জটিলতায় আমরা ভুগছি। একজন এমপির মূল্যায়ন নাই। এমপি হিসেবে একজন সচিবের কাছে গেলে তারা যেভাবে শ্রদ্ধা করবেন, সেই শ্রদ্ধাবোধ নাই। আমলাতন্ত্রের হাত থেকে বাঁচার জন্য আমাদের শক্ত হতে হবে। নিয়মের ভিত্তিতে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘দয়া করে আমলাতন্ত্র থেকে রেহাই পেতে শক্ত হোন। শক্ত না হলে তারা আমাদের গুরুত্ব দেবে না।’নাজিম উদ্দিন বলেন, ‘আমরা যদি সংসদে সত্য কথা বলি, তাহলে বিরোধীদলের ফ্লোরের মতো হয়ে যায়।’
ইউটিউবে অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ তুলে ইউটিউব বন্ধ করে দেওয়ার দাবি জানান নাজিম উদ্দিন।
তিনি বলেন, ‘ইউটিউবে দেখি- খালেদা জিয়া মরে যাচ্ছেন। শেখ হাসিনা কালকেই ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছেন। আবার দেখি সেনা প্রধানকে টেনে নামানো হচ্ছে। এই যে প্রচার-প্রোপাগান্ডা ইউটিউবে…এগুলো কোত্থেকে আসছে? এভাবে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে- তথ্য মন্ত্রণালয় কী করে আমরা বুঝি না। গ্রামের মানুষজন এসব দেখে ভাবেন, না জানি বাংলাদেশে কী হচ্ছে!
তথ্য মন্ত্রণালয়কে বলবো, দরকার হলে ইউটিউব বন্ধ করে দেন। ক্রিমিনাল ও স্বাধীনতা বিরোধীদের সাথে কোনো আপোষ থাকতে পারে না।’ এ সময় নিজ এলাকার বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন তিনি। সূত্র : DHAKATODAY.COM