বুধবা, ১১ িসেম্র ২০২৪, সময় : ০৫:০৪ am
শহিদুল ইসলাম, নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভায় ২৮ ফেব্রুয়ারী পৌর নির্বাচন উপলক্ষে ৪ মেয়রপ্রার্থী আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বর্তমান মেয়র আব্দুর রশিদ ঝালুখান, বিএনপির ধানের শীষেরপ্রার্থী মাসুউদা আফরোজ হক শুচি, স্বতন্ত্রপ্রার্থী রেল ইঞ্জিন প্রতীকের আমানুল্লাহ আল মাসুদ ও চামচ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাবু একমঞ্চে তাদের নিজ নিজ নির্বাচনী ইশতেহার ঘোষণা দেন।
এ লক্ষ্যে ২২ ফেব্রুয়ারী বিকেল ৪টায় ডাকবাংলো চত্বরে নাচোল উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে একমঞ্চে ৪ মেয়রপ্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ মু. জিয়াউর রহমান ও নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুর কাদের।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম মজিদুল হক, নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মতিউর রহমান ও নাচোল পৌরসভার সুধীবৃন্দ। আজকের তানোর