শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৫:২২ am
ডেস্ক রির্পোট : রাজশাহীর শিক্ষাপ্রতিষ্ঠানে বই পড়ায় শিক্ষার্থীদের আগ্রহ কম। মহানগরীর বেশকিছু প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ ঘুরে এবং উপজেলা পর্যায়ে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনুসন্ধানে এ চিত্র দেখা গেছে। গ্রন্থাগার নিয়ে প্রতিষ্ঠান প্রধানদের তেমন একটা আগ্রহ নেই।
জরাজীর্ণ লাইব্রেরি নিয়ে শিক্ষার্থীদেরও আগ্রহ কম। প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুই থেকে তিনশর বেশি বইও নেই। মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলোতেও সংগ্রহে রয়েছে মাত্র ৮০০ থেকে এক হাজার বই। দুরবস্থা কলেজগুলোতেও।
রাজশাহী মহানগরীর কোর্ট একাডেমিতে গিয়ে দেখা গেছে, গ্রন্থাগার ও শিক্ষকদের বসার রুম একটিই। বই রাখার সেল্ফগুলোও জরাজীর্ণ। উপজেলা পর্যায়ের স্কুল ও কলেজগুলোতে দেখা গেছে, অধিকাংশ প্রতিষ্ঠানেই লাইব্রেরি মানে দু’একটা সেল্ফ। সেখানে রয়েছে যৎসামান্য বই।
অনেক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানেই না তার প্রতিষ্ঠানে কোনো গ্রন্থাগার রয়েছে। অথচ প্রতি বছর ভর্তির সময় প্রতিষ্ঠানগুলো লাইব্রেরির জন্য ১৫ থেকে ৫০ টাকা পর্যন্ত শিক্ষার্থীদের ফি দিতে হয়। সূত্র : যুগান্তর