বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৪৩ pm
ডেস্ক রির্পোট : পাবনার চাটমোহরে প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তায় ফুলগাছের চারা রোপণ করেছে বৃহত্তর ধানুয়াঘাটা সোসাইটি (জিডিএস) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ফৈলজানা ইউনিয়নের ইদিলপুর থেকে পার্শ্বডাঙ্গা পর্যন্ত রাস্তার দুই পাশে কৃষ্ণচূড়াসহ বিভিন্ন ফুল গাছের চারা রোপণ করা হয়।
এর আগে কুঠিপাড়া বটতলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহত্তর ধানুয়াঘাটা সোসাইটির (জিডিএস) প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে এবং সুমন নূরের পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মুনসুর আহমেদ।
এ সময় বক্তব্য দেন- প্রফেসর ড. জহির বিশ্বাস, শরৎগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক গোলাম রসুল, অধ্যক্ষ এমএ মতিন, প্রধান শিক্ষক সাইদুল ইসলাম পলাশ, প্রভাষক বায়োজিদ বোস্তামি, রেজাউল করিম পলাশ, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, পারভীন সুলতানা মুক্তা, শেখ জাবের আল শিহাব, নাহিদ রিয়াজি রানা, জিডিএসের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, প্রভাষক মিজানুর রহমান প্রমুখ। সূত্র : যুাগান্তর