মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৫১ am

সংবাদ শিরোনাম ::
বাঘায় দিনমুজুরকে গলা কেটে হত্যা, ভায়রা জেলহাজতে তানোরে সিএনজি চালকরা দাবি আদায়ে রাস্তায়, দুর্ভোগে যাত্রীরা পবায় গাঁজাসহ এক দম্পত্তি গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি
তানোরে নতুন স্কুল এমপিওভুক্ত ব্যাপারে অবগত নন শিক্ষা অফিসার

তানোরে নতুন স্কুল এমপিওভুক্ত ব্যাপারে অবগত নন শিক্ষা অফিসার

নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপির ধানুরা চকপ্রভুরাম উচ্চ উচ্চ বিদ্যালয়টি এতোদিন পরে সম্প্রতি এমপিওভুক্ত করা হয়েছে। অথচ এ সম্পর্কে শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান অবগত নন। এতে শুরু হয়েছে নানান আলোচনা ও সমালোচনা।

স্থানীয়রা বলছেন, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান দেখভালের জন্য উপজেলা পর্যায়ে শিক্ষা অফিসার ও কর্মচারী দিয়ে লাভ কি। অযথা এদের পিছনে সরকারি টাকা নষ্ট ছাড়া কিছুই নয়। একটা প্রতিষ্ঠান এমপিও হল আর শিক্ষাকর্তা বাবু জানেন না। তবে, না জানারও কথার কারণ হিসেবে জানা গেছে, তিনি তো রাজশাহী শহর থেকে অফিস করেন। এজন্য থাকেন শহরে। না কি ভুয়া তথ্যের ভিত্তিতে হয়েছে, এমপিও এমন প্রশ্ন শিক্ষা শিক্ষাবিদদের।

জানা গেছে, বিগত ১৯৯৯ সালে উপজেলার কামারগাঁ ইউপির ধানুরা চকপ্রভুরাম উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। পরে বিগত ২০০৩ সালে পাঠদানের অনুমতি পান। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের অবকাঠামোর চরম বেহাল অবস্থা। দরজা জানালা ভাঙা। প্রতি মুহুর্তে স্থানীয় বখাটেরা ওই বিদ্যালয়টির ঘরেই গিয়ে মাদক সেবন করে আড্ডা দেয়। স্কুলের খাতা কলমে শিক্ষার্থী দেখানো হলেও বাস্তবে এর চিত্র উল্টো। নিয়োমিত স্কুল চলে না, অনেক শিক্ষক চাকুরি ছেড়ে চলে গেছেন। কারণ দীর্ঘ সময় ধরে এমপিও না হওয়া আর শিক্ষার্থী ও শিক্ষক না আসা। তবে, প্রধান শিক্ষক মজিদের ক্ষমতার দাপটে যেতে বাধ্য হয়েছেন অনেকে।

স্থানীয়রা জানান, একটা প্রতিষ্ঠান এমপিও করতে হলে সবগুলো নিয়ম পুরুণ অবশ্যক। কিন্তু চকপ্রভুরাম উচ্চ বিদ্যালয়ে কোন নিয়ম কানুন নেই। স্কুল চলে না সেখানে এমপিও হয় কিভাবে। সরেজমিনে তদন্ত না করে অর্থের বিনিময়ে হয় এমন কাজ। যা শিক্ষা ব্যবস্থাকে হুমকির মধ্যে ফেলেছেন। তবে, অন্য শিক্ষক চলে যায়, আর ওই পদে প্রধান শিক্ষক আব্দুল মজিদ নিয়োগ দিতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেন।

কিন্তু এসব বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল মজিদ জানান, সকল শর্ত পুরণ হয়েছে বলেই এমপিওতে স্কুলের নাম এসেছে। আপনার স্কুলে বখাটেরা নিয়োমিত মাদক সেবন ও জুয়া খেলে জানতে চাইলে তিনি জানান, কয়েকটি ঘরের দরজা জানালা ভাঙা এজন্য এসব হচ্ছে। দীর্ঘ প্রায় ২২/২৩ বছর ধরে প্রতিষ্ঠান টিকে আছে এটাই বড় ব্যাপার বলে এড়িয়ে যান তিনি।

এব্যাপারে তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমানের নিকট জানতে চাইলে তিনি জানান, এমন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত কিভাবে হয়েছে তা তিনি অবগত নন। আর আমাদের জানা থাকলেও কিছুই করনীয় নেই বলে এড়িয়ে গেছেন তিনি। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.