রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:১৫ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় নাচোল সদর ইউনিয়নের রাজবাড়ীহাট কলেজপাড়ার মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনসহ তার পরিবারের সদস্যদের উপর মারপিটের ঘটনায় দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার ১০ আগস্ট সকাল ১০ টায় নাচোল বাসস্ট্যান্ড জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । এতে নাচোল থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দেন, নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মতিউর রহমান ও মোশাররফ হোসেন। তারা বলেন, অবিলম্বে মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনসহ তার পরিবারের উপর দুষ্কৃতকারীদের মারপিটের ঘটনায় সরজমিন তদন্ত সাপেক্ষে অভিযুক্তকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, নাচোল থানায় দায়েরকৃত মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের মেয়ে বিউটি বেগম জানান, গত ৫ আগস্ট শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমার পিতা বাড়ি ফেরার সময় রাজবাড়ী কলেজের সামনে আসলে দুষ্কৃতকারীরা দলবদ্ধ হয়ে বেধড়ক মারপিট করতে থাকে।
এ সময় তার চিৎকার শুনে আমরাসহ স্থানীয়রা এগিয়ে আসলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এদিন আহত আমার পিতা জালাল উদ্দিনকে নাচোল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
মামলার বাদী বিউটি বেগম জানান, সরকারি পুকুরের লীজকৃত টাকার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা আমার পিতাকে মারধর করে।
এ ব্যাপারে মামলায় অভিযুক্ত সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারি পুকুর পাড়ের মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনসহ তার পরিবারের ৫ জনকে নিয়ে মোট ৪০ জন সদস্য পুকুর লিজে অংশগ্রহণ করেন।
কিন্তু জালাল উদ্দিনসহ তার পরিবারের ৬ জনের টাকা তুলে নেওয়ার ব্যাপারে সাইফুল ইসলামের উপর চাপ দিতে থাকেন । এতে সাইফুল ইসলাম জানান, আমি একাই আপনার টাকা কিভাবে দিব এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়েছে ।
এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, গত ৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারধরের ঘটনা ঘটলে পরদিন ৬ আগস্ট থানায় মামলার অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি। আজকের তানোর