মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৪:২৪ am
নিজস্ব প্রতবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজের নতুন পরিচালনা কমিটির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। গত ৩ আগষ্ট হাইকোর্টে কলেজটির পরিচালনা কমিটির সাবেক সদস্য পিয়ারুল হকের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল গোফরান দুলাল রিটটি দায়ের করেন।
রিটকারী পিয়ারুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজে নতুন গঠিত গর্ভনিং বর্ডি যথাযথ নিয়ম মেনে গঠিত হয়নি। অধ্যক্ষের পছন্দের ব্যক্তির নাম গর্ভনিং বডি গঠনের সময়ে নিয়ম না মেনে একাধিক পদে সুপারিশ করা হয়েছিল।
তাছাড়া কমিটিতে তিনি যাতে সদস্য পদে আর না আসতে পারেন সেজন্য এ কাজ করা হয়েছে। মূলত আর্থিক বিনিময়ে কলেজের কয়েকটি পদে নিয়োগ দিতে এ কমিটি গঠন করেছেন অধ্যক্ষ ও তাঁর অনুসারীরা।
এব্যাপারে তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিষ্ণুপদ সরকার বলেন, কমিটি নিয়ে রিট হয়েছে। আইন অনুযায়ী জবাব দিয়ে ব্যবস্থা নেয়া হবে। আজকের তানোর