বুধবা, ১১ িসেম্র ২০২৪, সময় : ০৯:২১ am
শাকিল আহমেদ, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে ‘করোনা’র টিকায় মানুষের আগ্রহ বাড়ছে। প্রথম ধাপে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে শুরু থেকে আজ (২২ ফেব্রুয়ারী) সোমবার পর্যন্ত ১ হাজার ৪৩০ জন টিকা গ্রহণ করেছেন। এরির্পোট লেখা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে আজ ৩০০ জন নারী-পুরুষ টিকা নিলেন।
টিকাগ্রহণে বয়স চল্লিশ উর্ধ্বে নির্ধারণ, সম্মুখ সারির করোনা যোদ্ধাদের টিকাগ্রহণ এবং টিকা নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করার পর কেন্দ্রে টিকা আগ্রহীদের ভিড় বাড়ছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিপিপিআই জহির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিনের ন্যায় আজ সোমাবার তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাকেন্দ্রে চিকিৎসক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার ৩০০ জন নারী-পুরুষ টিকা গ্রহন করেছেন।
সূত্র জানায়, সারা দেশের ন্যায় তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও গত ৭ ফেব্রুয়ারী করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। তের হাজার ২৭০ ডোজ করোনা ভ্যাকসিনের মধ্যে এই উপজেলায় গত ষোল দিনে ১ হাজার ৪৩০ জন নিবন্ধিত ব্যক্তি টিকা গ্রহণ করেছেন।
সরেজমিনে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় টিকা নেওয়ায় আগ্রহীদের ভিড়। সকাল ৯টা থেকে তিনটি বুথে টিকাদান চলছে। প্রতিটি বুথে দুইজন স্বাস্থ্য সহকারী এবং চারজন স্বেচ্ছাসেবক কাজ করছেন।
ইতিমধ্যে এই স্বাস্থ্য কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো, তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাকিবুল হাসান, ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেনসহ চিকিৎসক, স্থানীয় গণমাধ্যমকর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ টিকা গ্রহণ করেছেন। গত ষোল দিনে টিকা নিয়েছেন ১ হাজার ৪৩০ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজিয়ারা খাতুন বলেন, এ পর্যন্ত ১ হাজার ৪৩০ জন টিকা নিয়েছেন। সম্মুখ সারির করোনা যোদ্ধারা টিকা নেওয়ার পর ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার পর সাধারণ মানুষের মধ্যে টিকা নেওয়ার ব্যাপারে আগ্রহ অনেকটা বেড়েছে। প্রতিদিন এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি।