মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ১০:২২ pm

সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা চাঁপাইয়ের কৃষি শ্রমিক তানোরে ধান কাটতে এসে বাড়ি ফিরলেন লাশ হয়ে চট্টগ্রামে আদালত এলাকায় বিক্ষুব্ধদের হামলায় আইনজীবী নিহত পেঁয়াজ-আলু রপ্তানি বন্ধ করল ভারত সাত মণ ধানে এক বস্তা ব্র্যাকের আলুবীজ, তাও অপেক্ষায় জুটছে কপালে তানোরে ব্র্যাকের আলুবীজ কালোবাজারে বিক্রি? জব্দে ইঁদুর বিড়াল খেলা আরএমপি পুলিশের অভিযানে আ.লীগের নেতাসহ ১২ জন গ্রেপ্তার দুর্গাপুরে থানা পুলিশের অভিযানে ১০ জন গ্রেফতার দীর্ঘ প্রতিক্ষায় বঙ্গবন্ধু রেল সেতুতে চলল পরীক্ষামূলক ট্রেন জামিনে বেরিয়ে আবারও গ্রেপ্তার রাজশাহী-৬ আসনে সাবেক এমপি রাহেনুল তানোর-গোদাগাড়ীতে শরিফ উদ্দিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি বাঘায় দিনমুজুরকে গলা কেটে হত্যা, ভায়রা জেলহাজতে তানোরে সিএনজি বন্ধ করে চালকদের মানববন্ধন, দুর্ভোগে যাত্রীরা পবায় গাঁজাসহ এক দম্পত্তি গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন
জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ : বিএনপি

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ : বিএনপি

আজকের তানোর ডেস্ক : সব ধরনের জ্বালানি তেলের ওপর মূল্য দাম বৃদ্ধির সিদ্ধান্তকে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ বলে মনে করছেন বিএনপির নেতারা। তারা বলছেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার নয়। এ কারণে জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। তাই জনগণের কথা চিন্তা না করে একলাফে ৫০ শতাংশের বেশি মূল্যবৃদ্ধি করেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ বলেন, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় সব ধরনের জিনিস পথের দাম বৃদ্ধি। এরমধ্যে এখন জ্বালানি তেলের দাম বৃদ্ধির হচ্ছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। এরফলে আরও একদফায় সব ধরনের জিনিস পত্রের দাম বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, আসলে জ্বালানি তেলের ওপর সরকার সে লসের কথা বলছে, সেটা একটা মিথ্যা তথ্য। মূলত সরকার রির্জাভের অভাবে আমদানি করতে পারছে না। যার ফলে জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দিতে হয়েছে সরকারকে। এখন এবার একই কারণে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে। যাতে মানুষ কষ্ট করে হলেও যেন কম জ্বলানি ব্যবহার করে।

আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে উল্লেখ করে মোশাররফ বলেন, এই কারণে জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। যখন যা খুশি তাই করছে। এতোদিন যে দেশে আওয়ামী স্টাইলে অর্থনীতি চালিয়ে গেছে, তার ফল পাচ্ছে দেশের জনগণ।

বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, এক লাফে এতো টাকা দাম বৃদ্ধিতে প্রমাণ হয় দেশের অর্থনীতি এবং সরকারের কোষাগারের অবস্থা খুবই খারাপ। কারণ আমরা দেখেছি ২-৪ টাকা বা ৫-১০ টাকা বৃদ্ধি পেতে। কিন্তু একবারে ৪৬ টাকা বৃদ্ধি পাওয়ার ইতিহাস নেই।

তিনি আরও বলেন, পৃর্থীবি ইতিহাসে কখনও জ্বালানি দেশের তাম এতো বৃদ্ধি পায়নি। বাংলাদেশ এখানে বিরল। আসলে জনগণের প্রতি এ সরকারের যে দায়বদ্ধতা নেই, তারা যে জনগণের মতামতকে গুরত্ব দেয় না এটাই তার প্রমাণ। এ সরকার মনে করে, তারা যা খুশি করতে পারে, যত খুশি তত দাম বাড়াতে পারে, জনগণ তাদের কিছুই করতে পারবে না। তারা প্রশাসন দিয়ে সব কিছু দমন করে রেখেছে। জনবিচ্ছিন্ন সরকারই একমাত্র এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে মানুষের জীবন-যাত্রার ব্যয় আরও বৃদ্ধি পাবে উল্লেখ বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, এতে করে দেশে দারিদ্য মানুষের হার আরও বাড়বে।

বিএনপি জনগণের দল হিসেবে এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবশ্যই কর্মসূচি পালন করবে জানিয়ে মোহাম্মদ শাহজাহান বলেন, আমি মনে করে শুধু বিএনপি নয়, সব দলকে এই জনবিচ্ছিন্ন সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে। জনগণের দাবি নিয়ে রাস্তায় নামতে হবে। এই ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে জনগণের সরকার গঠন করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির একটি সূত্র জানান, জ্বলানি ও বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে সারাদেশে বিএনপির কর্মসূচি পালন করেছে কয়েকদিন আগে। আর এ কর্মসূচি পালন করতে গিয়ে ভোলায় গুলিবিদ্ধ হয়ে বিএনপির দুই নেতার মৃত্যু হয়েছে। সেই হত্যার প্রতিবাদে ৮ আগস্ট পর্যন্ত বিএনপির কর্মসূচি চলবে।

এরপরই আবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করা হবে। তার আগে সংবাদ সম্মেলনে করে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিতে পারে বিএনপি। সূত্র : পদ্মাটাইমস

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.