রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:২০ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্প অর্পণ, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও স্মৃতিচারণ এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী ও আলোচনাসভা এবং স্মৃতিচারণ উপলক্ষে শুক্রবার ৫ আগস্ট সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, নাচোল উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
স্মৃতিচারণ তুলে ধরে আরো বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মতিউর রহমান, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও জান্নাতুন নাঈম, ওসি মিন্টু রহমান, নাচোল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের শেখ কামালের স্মৃতিচারণ তুলে ধরে বলেন, শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট ২৬ বছর বয়সে বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে নিহত হন ।
শেখ কামাল বাংলাদেশ ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী ছিলেন। এই সংগঠনের সংগ্রামী আদর্শবাদী কর্মী হিসেবে ১৯৬৯ এর গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে বিরোচিত ভূমিকা পালন করেন। স্বাধীনতার পরে শেখ কামাল সেনাবাহিনী থেকে অব্যাহতি নিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করেন ।
তিনি ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন। শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় প্রচন্ড উৎসাহ ছিল তার । ১৯৭৫ সালের ১৪ জুলাই খ্যাতিপ্রাপ্ত দেশ বরেণ্য অ্যাথলেট সুলতানা খুকুর সাথে তার বিয়ে হয়। আজকের তানোর