মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৪৭ pm

সংবাদ শিরোনাম ::
দীর্ঘ প্রতিক্ষায় বঙ্গবন্ধু রেল সেতুতে চলল পরীক্ষামূলক ট্রেন জামিনে বেরিয়ে আবারও গ্রেপ্তার রাজশাহী-৬ আসনে সাবেক এমপি রাহেনুল তানোর-গোদাগাড়ীতে শরিফ উদ্দিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি বাঘায় দিনমুজুরকে গলা কেটে হত্যা, ভায়রা জেলহাজতে তানোরে সিএনজি বন্ধ করে চালকদের মানববন্ধন, দুর্ভোগে যাত্রীরা পবায় গাঁজাসহ এক দম্পত্তি গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
বায়ায় জমি জালিয়াতি করে রেজিস্ট্রী, মূল হোতারা কারাগারে

বায়ায় জমি জালিয়াতি করে রেজিস্ট্রী, মূল হোতারা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বাঘা : বাঘায় জালিয়াতির মাধ্যমে মালিকানাধীন জমি জাল দলিলে রেজিষ্ট্রি করিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। জমির মালিক খাজিম উদ্দিনের মৃত্যুর পর সংঘবদ্ধ চক্র আড়ানী বাজার এলাকার ৮ শতাংশ জমি জাল দলিলে রেজিষ্ট্রি করে নেয়। ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর মাসে ওই জমি বাঘা সাব রেজিষ্ট্রি অফিসে মামলার ১নং বিবাদি সাহাদুল ইসলামের নামে দানসত্ত রেজিষ্ট্রি সম্পন্ন করা হয়েছে। ভূয়া মালিক সেজে জালিয়াতির মাধ্যমে অন্যের জমি বিক্রি ও রেজিষ্ট্রি করে দেয়ার তুঘলকি কান্ডে সংশিষ্টদের মাঝে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

এ নিয়ে আদালতে মামলা করেছেন ক্ষতিগ্রস্থ ও জমির প্রকৃত মালিক। এ মামলায় রাজশাহীর বাঘা সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকসহ ৫জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। বুধবার (৩ আগষ্ট) রাজশাহী চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক জামিন আবেদন মঞ্জুর না করলে, তাদের জেল হাজতে পাঠানো হয়।

এরা হলেন, বাঘা উপজেলার দিয়ার কাদিরপুর গ্রামের মৃতঃ আকছেদ আলির ছেলে বাঘা সাব রেজিষ্ট্রার অফিসের দলিল লেখক উম্মত আলি, আড়ানির ঝিনা এলাকার রাহাত উদ্দিনের ছেলে আয়েজ উদ্দিন, আড়ানি হামিদকুড়া এলাকার মোতাহার হোসেনের ছেলে আলম হোসেন, চারঘাট বাটিয়াকান্দি এলাকার সাদেক মন্ডলের ছেলে সাহাদুল মন্ডল, একই গ্রামের সাহাদুলের ভ্যাগনা রিপন আলি।

জানা যায়, বিষয়টি গোপন রাখার পর আড়ানী এলাকার অমল কর্মকারের নিকট ৪ শতাংশ জমি বিক্রয় করেন সাহাদুল ইসলাম। অমল কর্মকার দলিল মূলে ওই জমি দখল নিতে গেলে মৃত খাজিম উদ্দিনের ছেলে জুলফিকার আলী ভুট্টু বিষয়টি জানতে পারেন। মামলার বাদি জুলফিকার আলী ভুট্টু বলেন, তার পিতা মারা যান ২০১৪ সালের ১৪ আগষ্ট মাসে । আর জমি রেজিষ্ট্রি করা হয়েছে ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর ।

বিষয়টি জানার পর রেজিষ্ট্রি দলিলের সকল কাগজপত্র উদ্ধার করে দলিল গ্রহিতা,সনাক্তকারি,সাক্ষী ও দলিল লেখকসহ ৫জনকে আসামী করে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আদালতে মামলা দায়ের করেন। সেই মামলার ধার্য্য তারিখ ছিল গত ৩১ জুলাই। বিবাদিরা ধার্য্য তারিখে আদালতে হাজিরা না হয়ে গত বুধবার(০৩-০৮-২০২২) আদালতে হাজির হয়ে একজন উকিলের মাধ্যমে জামিন আবেদন করেন। আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জুলফিকার আলী বলেন, সাহাদুল ইসলাম আমার পিতার সম্পত্তির কোন ওয়ারিশ নয়। মামলা দায়েরের পর তাকে হুমকি ধামকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন জুলফিকার আলী। তবে বিবাদিরা জেল হাজতে থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি। বিক্রেতা সাহাদুল ইসলাম কর্তৃক জমি ক্রেতা অমল কর্মকার বলেন, জমির কাগজপত্র দেখে সাহাবুল মোল্লার কাছে থেকে জমি ক্রয় করেছি। তাতে মনে হয়েছে জমি ক্রয় করা সঠিক আছে।

বাঘা সাবরেজিষ্ট্রার নকিবুল আলম বলেন, আমার যোগদানের আগের ঘটনা। তাই এ বিষয়ে কিছু জানেননা। তবে ভ’য়া মালিকনায় যদি জাল দলিলে জমি রেজিষ্ট্রারে দলিল লেখক এর সাথে জড়িত থাকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.