বৃহস্পতিবর, ৩১ অক্টোব ২০২৪, সময় : ০১:১৮ am
ক্রীড়া ডেস্ক : মাতৃহারা হলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনহো। করোনায় আক্রান্ত হয়ে সাবেক ফুটবলারের ৭১ বছর বয়সী মা মিগেলিনা ডস সান্তোস শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পোর্তো আলেগ্রের একটি হাসপাতালে।
ব্রাজিলের সংবাদমাধ্যম বলছে, করোনায় আক্রান্ত হয়ে গত ডিসেম্বর থেকে পোর্তো আলেগ্রের মায়েই ডে ডেওস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রোনালদিনহোর মা। বড়দিনের আগে মায়ের করোনা শনাক্তের খবর জানিয়ে টুইট করেছিলেন সাবেক বার্সেলোনা ও এসি মিলান তারকা।
রোনালদিনহোর সাবেক ক্লাব অ্যাটলেটিকো মিনেইরোও টুইটে বিষয়টি নিশ্চিত করেছে। মাতৃহারা রোনালদিনহোর প্রতি সমবেদনা জানিয়েছে অন্য ক্লাবগুলোও। গত বছর থেকে একের পর এক বিতর্কের মধ্যে ছিলেন রোনি। তার সাথে যুক্ত হল মা হারানোর বেদনা।
করোনার দ্বিতীয় পর্যায়ের আক্রমণে কাঁপছে ব্রাজিল। সবমিলিয়ে দেশটিতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ কোটির বেশি মানুষ। মারা গেছেন ২ লাখ ৪৫ হাজারেরও বেশি। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যেও ব্রাজিল শীর্ষ দিকের তালিকায়। আজকের তানোর