শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৩৫ pm
নিজস্ব প্রতিবেদক : দায়িত্বরত পয়েন্টম্যানের ভুলে রাজশাহীতে একই রেললাইনে দুটি ট্রেন মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে। তবে ট্রেন দুটির একটি দাঁড়ানো অবস্থায় এবং অন্যটির গতি কম থাকায় মুখোমুখি সংঘর্ষ কিংবা বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
গতকাল সোমবার (১ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে রুটে পবা উপজেলার শিতলাই স্টেশনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান।
এসআই আনিসুজ্জামান বলেন, “সকালে ঈশ্বরদী থেকে একটি কমিউটার ট্রেন রহনপুরে যাচ্ছিল। এক নম্বর লাইনে ট্রেনটি স্টেশনেই দাঁড়িয়ে ছিল। তখন একই রেললাইনে রহনপুর থেকে থেকে ছেড়ে আসা খুলনাগামী মেইল ট্রেন মহানন্দা এক্সপ্রেস ঢুকে পড়ে। গতি কম থাকায় এই ট্রেনটি নিরাপদ দূরত্বে থেমে যায়। পরে পিছু হটে দুই নম্বর লাইন দিয়ে ট্রেনটি বেরিয়ে যায়।”
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, “প্রাথমিকভাবে শুনেছি পয়েন্টম্যান ভুল করেছে। একটি ট্রেন লাইনে থাকার পরেও পয়েন্টম্যান অন্য ট্রেনকে ঢোকার সিগন্যাল দিয়েছে।
একজন ট্রাফিক ইন্সপেক্টরকে ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর যার বা যাদের গাফিলতিতে এ ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” আজকের তানোর