মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৪৩ am
ইমরান হোসাইন :
শোকাবহ ১৫ আগস্ট স্মরণে রাজশাহীর তানোরে উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগস্টের ১ম দিন সোমবার শেষ বিকেলে তানোর গোল্লাপড়া বাজারস্থ আ.লীগের পার্টি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় তানোর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা আ.লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন। এতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রত্যেকটি স্কুল ও কলেজে যথাযথ মর্যাদায় দিবসটি পালনে সবাইকে দিক-নির্দেশনা দেয়া হয়। শেষে জাতির পিতা বঙ্গবন্ধুর শহীদ পরিবারের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, তানোর শিক্ষক সমিতির সভাপতি ও চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক ও আকচা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আসলাম উদ্দিন, কৃষ্ণপুর কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, তানোর বিএম কলেজের অধ্যক্ষ অসিম কুমার সরকার ও কালিগঞ্জাটহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ সফিউজ্জামান খোকন প্রমুখ। আজকের তানোর