শুক্রবার, ২০ েপ্টেম্বর ২০২৪, সময় : ০২:২৩ pm

সংবাদ শিরোনাম ::
দুদকের তালিকায় ১০০ ব্যক্তির সম্পদের পাহাড় গড়েছেন যারা আ.লীগ ১৪ দলীয় জোটের নেতা ও মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ৭৫০ মামলা ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ
মোহনপুরে ছোট ভাইকে না পেয়ে বড় ভাইয়ের বাড়িতে হামলা

মোহনপুরে ছোট ভাইকে না পেয়ে বড় ভাইয়ের বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে মারপিট মামলার আসামিসহ পরিবারের সদস্যদের বাড়িতে উঠতে দেয়নি ওই মামলার বাদিসহ তার লোকজন। তিনি আদালত থেকে জামিন হয়ে বাদির হুমকির মুখে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। শুক্রবার রাতে জুলকারনাইন পরিবার নিয়ে আসার খবর শুনে বাদিসহ লোকজন জুলকারনাইনের বড় ভাইয়ের বাড়িতে ঢুকে জিনিসপত্র ব্যাপক ভাংচুর করে নারীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে।  এ বিষয়ে ভুক্তভোগী আমিনুল ইসলাম বাদি হয়ে বাড়ি ভাংচুর ও নারীকে শ্লীলতাহানির অভিযোগ এনে মোহনপুর থানার অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার নোনাভিটা গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছোট ছেলে (মানুষিক ভারসাম্যহীন) জুলকারনাইন এর সাথে প্রতিবেশী আবু তালেবের ছেলে জাহিদ হাসানের ৬ মাস আগে মারপিটের ঘটনায় থানায় মামলা হয়। এ মামলার জুলকারনাইন ১ মাস কারাবাসের পর জামিনে মুক্ত হন। বর্তমানে মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এঘটনার পর থেকে দীর্ঘ ৫ মাস জুলকারনাইন ও তার পরিবারকে নিজের বসতবাড়ীতে উঠতে দেয়নি।

এমনকি গ্রামেও ঢুকতে দেয়নি মামলার বাদি আবু তালেব ও তার ছেলে জাহিদ হাসান। জুলকারনাইন ও তার পরিবার বর্তমানে ফতেপুর বড় বোনের বাসায় মানবেতর জীবনযাপন করছেন। জুলকারনাইনের ৭ বছরের মেয়ের স্কুলে লেখাপড়াও বন্ধ করে দিয়েছে তারা। এছাড়াও জুলকারনাইনকে জামিন করায় তার বড় বোন ও বড় ভাইদের উপর অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। জুলকারনাইন এর বড় ভাই আমিনুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার আমাদের বাড়িতে ঈদ পরবর্তী পারিবারিক অনুষ্ঠান ছিলো।

অনুষ্ঠানে আমরা চার ভাইয়ের মধ্যে জুলকারনাইন ছাড়া অন্য ৩ ভাই ও চার বোনের পরিবার উপস্থিত ছিলেন। হটাৎ রাত ১০ টার দিকে জুলকারনাইনকে খুজতে প্রতিবেশী জাহিদ হাসান, কার্জন, জানারুল, জালাল,শফিকুল, জুয়েলসহ ২০/২৫ জন আমাদের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। একপর্যায়ে বাড়ির ভেতর ঢুকে পড়ে মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করে। তারা বলে জুলকারনাইন কই তাকে বের করে দে। অথচ তাদের ভয়ে জুলকারনাইন দীর্ঘ ৫ মাস গ্রামে ঢুকতেই পারেনা। পরিবার নিয়ে বোনের বাসায় থাকে। জুলকারনাইন ও জাহিদ হাসানের প্রতিবেশী নাহিদ হাসান জানান, আমরা অনেকেই জাহিদের পরিবারকে নিষেধ করেছি কিন্তু তারা কিছুই শুনেনা।

গতকাল রাতের হামলার ঘটনা তিনি নিজে চোখে দেখেছে। আরেক প্রতিবেশী আব্দুল ক্বারি বলেন, পুর্বের জেরে তারা এই হামলা করেছে। তারা ২০/২৫ জন মিলে এই হামলা করেছে। জুলকারনাইনের বড় বোন কোটালীপাড়া মাদ্রাসার শিক্ষিকা হাসিনা বেগম বলেন, মামলার পর থাকেই আমার ভাই মানুষিক ভারসাম্যহীন জুলকারনাইন ও তার পরিবারকে বাসায় উঠতে দেয়নি জাহিদ বাহিনি। তারা প্রতিনিয়ত আমাদের হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। গতকাল তারা বড় ভাইয়ের ভাসাতে অতর্কিত হামলা চালায় ভাংচুর করে।

তাদের অমানুষিক নির্যাতনের কারনে আমার ভাই বাড়ি ছাড়া। আমার বাড়িতে মানবেতর জীবনযাপন করছে। আমরা এর সুষ্ঠু সমাধান চাই। এবিষয়ে মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। জুলকারনাইন ও তার পরিবার যেন বাসায় উঠতে পারে সেই ব্যাবস্থা নেওয়া হবে। এছাড়াও শুক্রবার রাতের তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.