বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ১০:৫৪ pm
ডেস্ক রির্পোট : বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় ১০ বছরের সাজা ও দেড় কোটি টাকার অর্থদণ্ড মাথায় নিয়ে পাঁচ বছর পালিয়ে ছিলেন কৃষিবিদ ওয়াজেদ হোসেন (৫০) নামে এক ব্যক্তি। পুলিশ শুক্রবার রাতে তাকে ঢাকার রামপুরা এলাকা থেকে গ্রেফতার করেছে।
তদন্ত কর্মকর্তা এসআই জাকির আল আহসান জানান, শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, কৃষিবিদ ওয়াজেদ হোসেন বগুড়া সদরের নামুজা ভান্ডারীপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে। ঢাকার সুপারহিট ইলেকট্রিক নামে একটি প্রতিষ্ঠানের সাবেক বিক্রয় প্রতিনিধি। ওই ব্যক্তি নামুজা বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করতেন। তিনি ২০১২ সাল থেকে ২০১৬ পর্যন্ত ব্যবসার কারণে বিভিন্ন ব্যাংক ও অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকার ঋণ গ্রহণ করেন।
এরপর ঋণ পরিশোধ না করেই তিনি বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। বাধ্য হয়ে আর্থিক ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান কৃষিবিদ ওয়াজেদ হোসেনের বিরুদ্ধে আদালতে আটটি মামলা করেন।
আদালত ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত ছয়টি মামলায় তাকে মোট ১০ বছর সাজা ও দেড় কোটি টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা করেন।
কৃষিবিদ ওয়াজেদ হোসেন প্রথম রায় ঘোষণার পরপরই আত্মপোগন করেন। তার বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে। সাজা পরোয়ানা জারি হলে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল।
এসআই জাকির আল আহসান আরও জানান, আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাজাপ্রাপ্ত পলাতক ওয়াজেদ হোসেনের অবস্থান নিশ্চিত হওয়া যায়। এরপর শুক্রবার রাতে সিনিয়র কর্মকর্তাদের সহযোগিতায় ঢাকার রামপুরা থেকে তাকে গ্রেফতার করা হয়। বগুড়ায় আনার পর শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। সূত্র : যুগান্তর