মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৪:২১ am
বিশেষ প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ খাদ্যগুদাম কর্মকর্তা বহুল সমলোচিত ওসিএলএসডি রেজাউল ইসলাম। তিনি আগে তরতাজা গাছ কেটে পরে টেন্ডার বিজ্ঞক্তি দিয়েছেন বলে নিশ্চিত করেন তিনি। গত ২৩ জুলাই শনিবার ছুটির দিনে গুদামের ভিতরে চারটি গাছ কাটেন তিনি। গাছ কাটার পর গত মঙ্গলবার দিয়েছেন টেন্ডার। ওসিএলএসডির এমন কান্ডে মাতাল হিসেবে আখ্যায়িত করেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ফলে তার এধরনের মাতলামু কাজের জন্য উঠেছে শাস্তির দাবি। এমনকি তিনি গুদামের ভিতরেই মদ সেবন করেন বলেও একাধিক সূত্র নিশ্চিত করেন।
জানা গেছে, চলতি মাসের গত ২৩ জুলাই শনিবার কামারগাঁ খাদ্যগুদামের ভিতরে দামি মেহগনি তিনটি ও একটি শিশু গাছ কাটেন গুদাম কর্মকর্তা রেজাউল । কোন ধরনের নিলাম ছাড়াই আত্মসাতের জন্য তিনি গাছগুলো কেটেছেন বলেও একাধিক সুত্র নিশ্চিত করেন। এখবর ছড়িয়ে পড়লে গুদাম কর্মকর্তা ওসিএলএসডি রেজাউল ইসলাম গাছ কাটার পর পত্রিকায় টেন্ডার বিজ্ঞপি দেন।
এবিষয়ে জানতে কামারগাঁ গুদাম কর্মকর্তা রেজাউল ইসলাম গাছ কাটার পরে বলেছিলেন নিয়ম অনুযায়ী কাটা হয়েছে। বুধবার পুনরায় কাটার পর টেন্ডারের বিষয়ে জানতে তার ব্যক্তিগত ০১৭১৩৭১৮৮৬৯ মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও রিসিভ করেন নি তিনি।
গাছ কাটার পর টেন্ডার দেওয়া যায় কি না জানতে চাইলে উপজেলা খাদ্য কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, বিষয়টি আমার অজানা ছিল। পরে আমি তাকে নিয়ম অনুযায়ী কাজ করতে বলেছি। কিন্তু কাটার পর টেন্ডার হয় কি না এটা ভুলবোঝাবুঝি মাত্র।
পরে বিভাগীয় বনকর্মকর্তা রফিকুজ্জামান শাহ জানান, আমার জানা মতে গাছ কাটার আগে দিতে হবে টেন্ডার বা নিলাম। বিভাগীয় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী বনসংরক্ষক মেহেদীজ্জামান জানান, এই প্রথম শুনলাম গাছ কাটার পরে পত্রিকায় টেন্ডার দেওয়া হয়েছে। তবে, আমি নওগাঁ জেলার দায়িত্বে আছি। আর রাজশাহীর অতিরিক্ত দায়িত্ব পালন করছি। বিষয়টি উপজেলা বনকর্মকর্তা বলতে পারে।
উপজেলা বনকর্মকর্তা জনাব আলী জানান, আমি মাপ জোক করে দিয়েছি মাত্র। তারা কিভাবে কেটেছে আমার জানা নেই। গাছ কাটার পর টেন্ডার দেওয়া যায় কি না জানতে চাইলে তিনি জানান, এটা আমার দায়িত্ব নয়। যারা কেটেছে তারাই ভালো বলতে পারবেন বলে এড়িয়ে যান।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ জানান, কোন উন্নয়ন মুলুক কাজের জন্য জুরুরি ভাবে গাছ কাটার প্রয়োজন হলে পরে টেন্ডার দেওয়া যায়। তবে, বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান ইউএনও। আজকের তানোর