সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৩৪ am
ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং ভবিষ্যদ্বাণী করে বলেছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে খেলবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারত।
আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং বলেন, আমার মনে হয় ভারত ও অস্ট্রেলিয়া এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে। ফাইনালে অস্ট্রেলিয়াই জিতবে। গতবারের চ্যাম্পিয়নরা ঘরের মাঠে খেলার সুযোগ পাবে। বিদেশের মাটিতে গতবারের জয় তাই একটু বেশি আনন্দের। সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়া জিতবে সেটা ভাবিনি। কিন্তু ওরা করে দেখিয়েছে।
২০০৩ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল হয়েছিল। সেই ফাইনালে অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন পন্টিং। ভারতকে হারানোর পেছনে তার বিরাট ভূমিকা ছিল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারো সেই দুই দলের ফাইনাল হবে বলে মনে করছেন পন্টিং।
অস্ট্রেলিয়া জিতবে বলেও মনে করছেন তিনি। ভারত-অস্ট্রেলিয়ার ফাইনালে ওঠার পথে কোন দল বাধা হতে পারে সেটাও জানিয়েছেন পন্টিং।
তিনি বলেন, সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ড সাংঘাতিক। কাগজে-কলমে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে প্রচণ্ড শক্তিশালী দেখায়। পাকিস্তানের ব্যাটিং বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান নির্ভর বলে মনে করেন পন্টিং। সূত্র : যুগান্তর