শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০১:৩৯ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার বেলা ১২ টার দিকে মতিহার থানা এলাকায় লোটাস ছাত্রাবাস থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত রুয়েট শিক্ষার্থীর নাম সাক্ষর সাহা (২৫)। সে রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ১৫ তম ব্যাচের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ফরিদপুর জেলা সদরে।হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেয়ার অনেক আগেই তার মৃত্যু হয় বলে জানান তিনি।
মতিহার থানার ওসি এ এস এম সিদ্দিকুর রহমান জানান, শনিবার সে সাভাবিক নিয়মে তার রুমে ঘুমিয়ে পড়ে। রোববার দুপুর পর্যন্ত তার কোন সাড়া না পেয়ে রুমে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে অন্য ছাত্ররা দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মারা যাওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা আসলে লাশের ময়নাতদন্ত করা হবে বলে জানান ওসি।
রুয়েট উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ বলেন, সাক্ষর মেধাবী শিক্ষার্থী ছিল। সে পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছিল এবং ঢাকায় চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
তিনি বলেন, দুপুরে খবর পেয়ে দ্রুত চিকিৎসক ও এ্যাম্বুলেন নিয়ে গিয়ে সাক্ষরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। হৃদ রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আজকের তানোর