সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৫:২১ am
ক্রীড়া ডেস্ক : সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে শ্রীলংকাকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ দল। সোমবার ভারতের ভুবনেশ্বরে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হয়। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া ছিল।
৭২ মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন বদলি ফুটবলার মিরাজুল ইসলাম। বক্সের মধ্যে দুর্দান্তভাবে বলের নিয়ন্ত্রণ নেন। তাকে বাধা দেওয়া ডিফেন্ডারকে সামনে রেখে দারুণভাবে ঘুরে আড়াআড়ি শটে গোল করেন। দুর্দান্ত এই গোলের পর বেশ কিছু সময় ধরে চলেছে উদযাপন। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-০ স্কোরলাইন নিয়ে শেষ হয় ম্যাচ।
একই স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে নেপাল ৪-০ গোলে মালদ্বীপকে হারিয়েছে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ স্বাগতিক ভারতের বিপক্ষে ২৭ জুলাই। টুর্নামেন্ট পাঁচ দেশ অংশগ্রহণ করছে। প্রতি দল চার ম্যাচ খেলবে। রাউন্ড রবিন লিগ শেষে শীর্ষে থাকা দুই দল ফাইনাল খেলবে।
সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল খেলবে ফাইনালে। বাংলাদেশ ফাইনালে চোখ রেখেই ভারতে গেছে। সূত্র : যুগান্তর