শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৮:১৭ pm
নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী জেলার মোহনপুরে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে করনীয় শীর্ষক এক সমন্বয়সভা অনুষ্ঠীত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে নারীর ক্ষমতায়নের পথে বাল্যবিয়ে একটি অন্যতম প্রধান বাধা, যা প্রতিরোধে আরো কার্যকরী সমন্বিত কর্মকৌশল নির্ধারণ করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মোহনপুর থানার ওসি তদন্ত মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান মেহবুব আলম রাসেল ও সানজিদা রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল মতিন, যুব উন্নয়ন কর্মকর্তা রোকনুউজ্জামান তালুকদার।
এছাড়াও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক বৃন্দ, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক ত্রিদীপ চন্দ্র গোলদার, ডেপুটি ম্যানেজার জলিলুর রহমান ও এ্যাসোসিয়েট অফিসার রোজিনা আক্তার সভায় বক্তব্য প্রদান করেন।
সভায় বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধে ও হ্্রাসকরণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ব্র্যাক নারীর ক্ষমতায়ন এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির আইনি অধিকার নিশ্চিতকরণে মোহনপুর উপজেলায় নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে। কর্মশালার মাধ্যম বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের সাথে সমন্বয় সাধন, বাল্যবিয়ে প্রতিরোধের চ্যালেঞ্জসমূহ এবং ভবিষ্যত কর্মকৌশল নির্ধারণ করা, বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকরী সমন্বিত উদ্যোগ গ্রহণ করাই ছিল সমন্বয় সভার মূল উদ্দেশ্য। আজকের তানোর