মঙ্গবার, ০৩ িসেম্র ২০২৪, সময় : ১০:৩৯ pm
ডেস্ক রির্পোট : জয়পুরহাটের পাঁচবিবিতে স্ত্রীকে হত্যা মামলার ২০ বছর পর নয়ন মণ্ডল (৪৭) নামে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম সারোয়ার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নয়ন মণ্ডল পাঁচবিবির গোহারা দামপাড়া গ্রামের আনসের আলীর ছেলে।
জয়পুরহাটের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ২০০২ সালের ১০ নভেম্বর সকালে নয়ন মণ্ডল তার স্ত্রী রেশমা বেগমকে লাঠি দিয়ে বেদম পেটান ও তার বুকে লাথি মারেন। ওই দিন বিকালেই রেশমার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে নয়ন মণ্ডলকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত রোববার এ রায় দেন। সূত্র : যুগান্তর