মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৬:২৯ pm
ডেস্ক রির্পোট : বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৫০ লাখের কিছু বেশি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদ্য সমাপ্ত জনশুমারি ও গৃহগণনার উদ্ধৃতি দিয়ে তিনি এ তথ্য জানান।
শনিবার (২৩ জুলাই) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কেন্দ্রীয় নেতাদের যৌথ সভায় এ কথা বলেন দলটির সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
আদমশুমারিতে দেশের জনসংখ্যা খুব একটা বাড়েনি উল্লেখে করে প্রধানমন্ত্রী বলেন, সংখ্যাটা ১৬ কোটি ৫০ লাখ প্লাস। সামান্য কিছু হয়তো পরবর্তীতে বাড়বে বন্যাকবলিত এলাকা ধরে। কেউ আমাদের ১৮ কোটি বলে, ১৭ কোটি বলে, আমাদের কিন্তু এত জনসংখ্যা না। কাজেই এই মানুষগুলোকে খাবারের ব্যবস্থা করতে পারবো। সবই পারবো। অর্থাৎ আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতায় আছে— সবই পারবো। কিন্তু লুটেরা আসলে কি করবে সেটা জানি না।
গত ১৫ থেকে ২১ জুন পর্যন্ত সারা দেশে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়। তবে ওই সময় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ কয়েকটি অঞ্চল বন্যার কবলে পড়ায় সেখানকার যেসব মানুষ গণনায় বাদ পড়বে, তাদের বন্য পরিস্থিতি উন্নতি হলে শুমারিতে যুক্ত করার সিদ্ধান্ত নেয় সরকার।
নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় ভূমিহীন ও গৃহহীন থাকলে তাদের তালিকা সংশ্লিষ্টদের কাছে দেওয়ার নির্দেশনা দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, কেউ বাদ যাবে না। আমি সবাইকে ঘর করে দিবো।
মানুষের সব মৌলিক চাহিদা পূরণে সরকার উদ্যোগ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খুব বড় আকারে হয়তো করতে পারবো না। কিন্তু গরিবানাহালে মানুষের দুমুঠো খাবারের ব্যবস্থা, একটু মাথা গোঁজার ঠাঁই, সুন্দর থাকার ও লেখাপড়ার ব্যবস্থা— এই টুকু তো করতে পারবো।