শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৫:২৯ pm
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। নাচোল উপজেলা পরিষদ ও প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।রোববার রাত ১২টা ১মিনিটে নাচোল সরকারি কলেজ শহীদ মিনারের বেদীতে ফুলে ফুলে ছেয়ে যায়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম, ওসি সেলিম রেজা, অধ্যক্ষ ওবায়দুর রহমান, পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান, মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মতিউর রহমান।
অপরদিকে দিবসের কর্মসূচির মধ্যে ছিল, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সমূহের ভবন এবং সরকারি বেসরকারি সকল বাসভবন শীর্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা।
সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে শহীদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় এবং বাদ জোহর উপজেলার সকল মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।