সমবার, ২৩ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৫:২৬ pm

সংবাদ শিরোনাম ::
দেশের তিন জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু ভারতীয় সঞ্চালন লাইনে নেপাল থেকে বিদ্যুৎ আনছে সরকার ট্রাইব্যুনাল গঠন ও ৮ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন নাচোলে গুজব প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠতি অনলাইনে সরব, মাঠে নীরব আ.লীগ তানোর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, প্রতিক বরাদ্দ ঢালাও মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে : আসিফ নজরুল মোহনপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত মসজিদের বিশেষ আদব ও শিষ্টাচার : হাফিজ মাছুম আহমদ দুধরচকী মোহনপুরে আ.লীগের সভাপতি অ্যাডভোকেট সালাম গ্রেপ্তার, মিষ্টি বিতরণ দুদকের তালিকায় ১০০ ব্যক্তির সম্পদের পাহাড় গড়েছেন যারা আ.লীগ ১৪ দলীয় জোটের নেতা ও মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ৭৫০ মামলা ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন
নগরীতে সংরক্ষিত পুকুর ভরাট বন্ধের দাবিতে মানববন্ধন

নগরীতে সংরক্ষিত পুকুর ভরাট বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে প্রভাবশালীদের দাপটে একের পর এক সংরক্ষিত পুকুর ভরাট হচ্ছে। এবার মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর বাসার রোড এলাকার একটি শতবর্ষী পুকুর ভরাটের পাঁয়তারা চলছে।

সম্প্রতি পুকুরটি রক্ষার্থে মানববন্ধন কর্মসূচিসহ প্রধানমন্ত্রীর দফতর ও  স্থানীয় প্রশাসন বরাবর স্মারকলিপি পাঠিয়েছেন স্থানীয়রা। প্রভাবশালীদের হুমকির ঘটনায় মামলার ঘটনাও ঘটেছে।

স্মারকলিপি ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পুকুরটি বিহারি বাবুর পুকুর নামে পরিচিত। শতবর্ষী এই পুকুরটি স্থানীয়রা গোসলসহ নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহার করেন। আরএস খতিয়ান অনুসারে জমির প্রকৃত মালিক গুল আরজান ও আশরাফুন। তাদের কাছ থেকে সম্প্রতি প্রভাবশালী তাসনিম হোসেন (৩৫), তামিম (৩০) এবং হানিফ সরকার (৫০) এ পুকুরটি কিনেছেন। এরপর তারা পুকুরটি ভরাট করতে শুরু করেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ভরাটের কাজে বাধা দেন। এরপর থেকে প্রভাবশালী ওই তিন ব্যক্তি স্থানীয়দের হুমকি দিচ্ছেন।

এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আতঙ্কিত হয়ে ওই তিনজনকে আসামি করে রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে স্থানীয়রা মামলা করেছেন। স্থানীয় বাসিন্দাদের পক্ষে মৃত হাবিবুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম নিপু (৫৩) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এছাড়া প্রধানমন্ত্রী, রাজশাহী বিভাগীয় কমিশনার, আরডিএ চেয়ারম্যান, পরিবেশ অধিদফতর, রাজশাহী জেলা প্রশাসক, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও হেরিটেজ সভাপতিকে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয়রা। স্মারকলিপিতে স্থানীয়রা পুকুরটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মামলার বাদী আশরাফুল ইসলাম নিপু (৫৩) বলেন, রাজশাহী মহানগরীতে প্রভাবশালীরা ক্ষমতার অপব্যবহার করে ইতোমধ্যে প্রায় ৯৭ দশমিক ১৬ শতাংশ পুকুর ভরাট করে ফেলেছেন। এর ফলে মহানগরীর জীববৈচিত্র্যে নেতিবাচক প্রভাব পড়ছে।

তিনি আরও বলেন, এই পুকুরটি ভরাট হলে পুরো এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। এলাকার জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। এটি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি, যেন সংশ্লিষ্টরা পুকুরটি ভরাট বন্ধে অতিদ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

পুকুর ভরাটকারীদের একজন তাসনিম হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এ বিষয়ে কোনো কথা বলব না। এ কাজের সঙ্গে আমার আরও দুইজন পার্টনার আছেন। তাদের সঙ্গে কথা বলে পরে এ বিষয়ে মন্তব্য করতে পারব। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.