মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০১:৩৫ am
আশরাফুল আলম, তানোর :
বিশ্ব পরিবার পরিকল্পনা দিবসে মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদানের জন্য উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন রাজশাহীর তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
এউপলক্ষে আজ (২১ জুলাই) বৃহস্পতিবার সকালে পরিবার পরিকল্পনা বিভাগীয় কার্যালয়ে সেরা চেয়ারম্যান হিসেবে সনদপত্র গ্রহণ করেছেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাদেকুন্নবী বাবু চৌধুরী।
সকালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এক অনুষ্ঠানে তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সম্মাননা সরুপ এ সনদপত্র তুুলে দেন।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে এ সনদপত্র প্রদান করা হয়। চেয়ারম্যান ময়না উপজেলায় শিশুস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখেন। এছাড়াও একই অবদান রাখেন ইউপি চেয়ারম্যান বাবু চৌধুরী।
তানোরে এই দুই চেয়ারম্যান মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রম দিবসে বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ রাজশাহীর তানোরকে সেরা উপজেলা পরিষদ ও কলমাকে সেরা ইউনিয়ন পরিষদ নির্বাচিত করা হয়।
এব্যাপারে চেয়ারম্যান ময়না বলেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পরামর্শে পুরো উপজেলায় মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে সব ধরণের পরিকল্পনা বাস্তবায়ন পরিচালনা করা হয়। এই সনদের অর্জন গোটা তানোর উপজেলাবাসীর বলে জানান চেয়ারম্যান ময়না। আজকের তানোর