বুধবা, ২৭ নভেম্বর ২০২৪, সময় : ১০:৫৪ am

সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা চাঁপাইয়ের কৃষি শ্রমিক তানোরে ধান কাটতে এসে বাড়ি ফিরলেন লাশ হয়ে চট্টগ্রামে আদালত এলাকায় বিক্ষুব্ধদের হামলায় আইনজীবী নিহত পেঁয়াজ-আলু রপ্তানি বন্ধ করল ভারত সাত মণ ধানে এক বস্তা ব্র্যাকের আলুবীজ, তাও অপেক্ষায় জুটছে কপালে তানোরে ব্র্যাকের আলুবীজ কালোবাজারে বিক্রি? জব্দে ইঁদুর বিড়াল খেলা আরএমপি পুলিশের অভিযানে আ.লীগের নেতাসহ ১২ জন গ্রেপ্তার দুর্গাপুরে থানা পুলিশের অভিযানে ১০ জন গ্রেফতার দীর্ঘ প্রতিক্ষায় বঙ্গবন্ধু রেল সেতুতে চলল পরীক্ষামূলক ট্রেন জামিনে বেরিয়ে আবারও গ্রেপ্তার রাজশাহী-৬ আসনে সাবেক এমপি রাহেনুল তানোর-গোদাগাড়ীতে শরিফ উদ্দিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি বাঘায় দিনমুজুরকে গলা কেটে হত্যা, ভায়রা জেলহাজতে তানোরে সিএনজি বন্ধ করে চালকদের মানববন্ধন, দুর্ভোগে যাত্রীরা পবায় গাঁজাসহ এক দম্পত্তি গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন
মোহনপুরে টেন্ডার ছাড়াই আম গাছ বিক্রির অভিযোগ

মোহনপুরে টেন্ডার ছাড়াই আম গাছ বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : যাদের আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব তারায় বিভিন্ন অজুহাতে আইন ভাঙ্গছেন। রাজশাহীর মোহনপুরে পুরানো বড় বড় দুটি ফলদ আম গাছ টেন্ডার ছাড়াই নাম মাত্র মূল্যে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী কমিশনার (ভূমি) বিরুদ্ধে। উপজেলা ভূমি অফিসের ভেতরে থাকা পুরাতন গাছগুলো গতকাল ২০ জুলাই বুধবার বিকালে কেটে ফেলা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা ভূমি অফিসে ভেতরের দুটি আম গাছ নিয়ম বহির্ভূতভাবে নামে মাত্র টাকায় বিক্রি করে দেন উপজেলা সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) প্রিয়াংকা দাশ। যেগুলো গতকাল বুধবার বিকালে কাটা হয়। এ বিষয়ে গাছের বেপাড়ী ক্রেতা জাহানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি গোলাম মোস্তফাকে কত টাকা দিয়ে গাছ কিনেছেন প্রশ্ন করা হলে তিনি বলেন, আসলে গাছগুলি আমি বাকশিমইল গ্রামের বেলালের থেকে গাছ কিনেছি এবং কাটছি।

কত টাকায় কিনেছেন জানতে চাইলে বলেন, এটা বলা নিষেধ আছে। এ বিষয়ে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার তৃসিত কুমারকে প্রশ্ন করা হয় কত টাকায় গাছ বিক্রয় করা হয়েছে এবং টেন্ডার ছাড়া গাছ বিক্রি করার বিধান আছে কিনা। তিনি সাংবাদিকের এমন প্রশ্ন শুনে বলেন, কত টাকায় গাছ বিক্রি করা হয়েছে তা আমি জানিনা এসিল্যান্ড স্যার জানে। তবে ভূমি অফিসের ভেতরে গাছ থাকলে তা টেন্ডার ছাড়াই বিক্রয় করা যাবে বলে তিনি মতামত ব্যক্ত করেন। সহকারি কমিশনার ভূমি প্রিয়াংকা দাশ মুঠোফোনে সাংবাদিককে বলেন, জেলা প্রশাসক স্যার ভূমি অফিস পরিদর্শনে এসে ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির কারণে গাছ দুটি কেটে ফেলার মৌখিক অনুমতি দিয়েছেন।

তাছাড়া গাছের আমগুলি জাতের না হওয়ায় গাছগুলি কাটা হচ্ছে। ব্যক্তিগত গাছ কাটতেও অনুমতি লাগবে আর আপনি সরকারি কর্মকর্তা হয়েও টেন্ডারবিহীন গাছ বিক্রি করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীকাল ২১ জুলাই উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি বিতরণ করা হবে তাই কাজে প্রচুর ব্যস্ত আছি এখন কথা বলতে পারছিনা। আপনি অফিসে দেখা করবেন।

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন বলেন, গাছগুলি টেন্ডার দেওয়া হবে। গাছগুলি আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা কিনেছেন এবং তিনিই গাছগুলি কাটছেন এবং নিয়ে যাচ্ছেন এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.