মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৩০ pm
ডেস্ক রির্পোট : রাজশাহীতে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রির সময় এক রেল কর্মচারীকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) গোয়েন্দা সদস্যরা। এ সময় রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী ধূমকেতু এক্সপ্রেসের ৫টি টিকিট জব্দ করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে ধূমকেতু এক্সপ্রেস ছাড়ার আগমুহূর্তে স্টেশনের প্লাটফর্ম থেকে তাকে আটক করা হয়। পরে স্ত্রীর মুচলেকা নিয়ে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
আটক হওয়া ওই রেল কর্মচারীর নাম জিয়াউর রহমান (৩৬)। তিনি রাজশাহী মহানগরীর রেল কলোনির আব্দুর রাজ্জাকের ছেলে। পশ্চিম রেলের অতিরিক্ত মহাব্যবস্থাপকের কার্যালয়ে বার্তাবাহক হিসেবে কর্মরত রয়েছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রেলের টিকিট কালোবাজারি রোধে সারাদিনের মতো সোমবার রাতেও রাজশাহী রেলস্টেশনে আরএনবির গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় সন্দেহজনক চলাফেরা করা অবস্থায় জিয়াউর রহমানকে অনুসরণ করতে থাকে গোয়েন্দা টিম। পরে প্লাটফর্মে ধূমকেতু এক্সপ্রেস ট্রেন প্রবেশ করার পর অজ্ঞাত ব্যক্তিদের সঙ্গে টিকিটের দামদর ঠিক করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
এ সময় জিয়াউর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দ টিকিট নিয়ে অসামঞ্জস্য কথাবার্তা বলতে থাকেন। একপর্যায়ে নিজেকে পশ্চিম রেলের কর্মচারী বলে পরিচয় দেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আরএনবি (গোয়েন্দা) রাজশাহীর ইনচার্জ উজ্জ্বল হোসেন। তিনি বলেন, পশ্চিম রেল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে বিভাগীয় সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও তাৎক্ষণিক নির্দেশনায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপর মুচলেকার মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়। পরে রেলেই চাকরিরত তার স্ত্রীর মাধ্যমে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলেও জানান এই কর্মকর্তা।
এ ব্যাপারে পশ্চিম রেলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, রেল কর্মচারী জিয়াউর রহমান অপরাধ করেছেন। প্রথম পর্যায়ে তাকে সাময়িক বরখাস্ত করেছি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকের তানোর