শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৩৮ pm
ডেস্ক রির্পোট : বগুড়ায় মাদক সেবন নিয়ে বিরোধের জেরে লিটন শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার দুপুরে শহরতলির ছোট কুমিড়া পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। লিটন শেখ ওই গ্রামের মৃত আশরাফ আলী শেখের ছেলে। তিনি পিকআপভ্যানের চালক ছিলেন।
এ ঘটনায় নিহতের বোন ডলি খাতুন সাতজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ রিতা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি সেলিম রেজা জানান, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
মামলা সূত্রে জানা গেছে, প্রতিবেশী মোমিন ও তার সহযোগীরা প্রতিদিন লিটনের বাড়ির পাশে বসে ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করেন। এর প্রতিবাদ করায় শনিবার দুপুরে লিটনের বোন ডলির সঙ্গে ইয়াবা সেবনকারীদের ঝগড়া হয়।
একপর্যায়ে লিটন এগিয়ে এলে তার মাথায় রামদা দিয়ে কোপ দেয় মাদকসেবনকারীরা। এ সময় রাশেদ ও আজিজুল নামে দুজন আহত হন।
রক্তাক্ত লিটনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান।
ওসি সেলিম রেজা জানান, নিহতের বোন সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এজাহারভুক্ত সাত নাম্বার আসামি একই এলাকার আবদুর রহিমের স্ত্রী রিতাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। সূত্র : যুগান্তর