শাহিন সাগর, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী কলেজের মেধাবী ছাত্র শাফিউল ইসলামের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ (২০ ফেব্রুয়ারী) শনিবার বেলা ১১টার দিকে মোহনপুর উপজেলার কামারপাড়া বাজারে এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীীয় এলাকাবাসী।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন রায়ঘাটি ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, সাবেক চেয়ারম্যান ওসমান গনি, ইউপি সদস্য আবুল খায়ের, যুবলীগের সাধারন সম্পাদক আয়েজ উদ্দিনসহ পাঁচ শতাধিক নারী ও পুরুষ।
মানববন্ধনে মেধাবী কলেজ ছাত্র শাফিউলের হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে নিয়ে হত্যাকারী আঃ বারিক ও তার স্ত্রী বৃষ্টিসহ হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবিও জানানো হয়েছে। নওগাঁ জেলার মান্দা উপজেলার দেলুয়াবাড়ি বাজারের স্ব মিল ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বক্তব্য বলেন, আগে থেকেই খুনি বারিকের বিরুদ্ধে নারী নির্যাতন ও হত্যার মামলা চলমান রয়েছে। সে একটা ঠান্ডা মাথার খুনি।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি দিবাগত রাতে কৌশলে ডেকে নিয়ে উপজেলার টাংগন গ্রামে শফিউল ইসলামকে নৃশংস ভাবে হত্যা করা হয়। পরে পুলিশ তদন্তে নেমে সরাসরি হত্যায় জড়িত আঃ বারিক ও তার স্ত্রী বৃষ্টিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন। আজকের তানোর