রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ০৯:১২ am

সংবাদ শিরোনাম ::
দেশের ক্রিকেট, ব্যর্থ বোর্ডের ব্যর্থ দল : লেখক, গুঞ্জন রহমান জানুয়ারি থেকে স্মার্টকার্ডে মিলবে টিসিবির পণ্য প্রান্তিক কৃষকদের সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে : তারেক জিয়া নগরীতে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা তানোরে শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি আইয়ুব সম্পাদক হাবিব নির্বাচিত নাচোলে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত নগরীতে পুলিশের অভিযানে ১৩ জন গ্রেপ্তার নাচোলে কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে আটকের দাবি স্বজনদের রাজধানীতে কঠোর অভিযানের পরও বেপরোয়া অপরাধীরা মেঘনা নদীর পারে মানুষ বিক্রিতে ওরা কোটিপতি নির্বাচিত সংসদ ছাড়া করা যায় না সংবিধান পরিবর্তন : গয়েশ্বর সকল ধর্মের মানুষ মিলে সুন্দর দেশ গড়তে চাই : সেনাপ্রধান কৃষক-বিজ্ঞানী সম্মেলনে মালয়েশিয়ায় স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদ ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল হবে : আসিফ নজরুল দুর্গাপুরে ‘অরবিট কোচিং’ সেন্টারে এসএসসি প্রস্তুতি ক্লাসের উদ্বোধন কীর্তিমান আব্দুর রাজ্জাকের বীরত্ব আজও মনে পড়ে মুক্তিযোদ্ধাদের জেনেভা বিমানবন্দরে হেনস্তার শিকার আসিফ নজরুল রাজশাহীতে পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার রাজধানীতে বিএনপির র‌্যালি ঘিরে কঠোর নিরাপত্তা দুর্গাপুরে নাশকতার মামলায় ছাত্রলীগের সভাপতি শাকিলসহ গ্রেপ্তার ৩
‘শিল্পযোদ্ধা নুরুল ইসলাম দেশের সমৃদ্ধির জন্য আজীবন সংগ্রাম করেছেন’

‘শিল্পযোদ্ধা নুরুল ইসলাম দেশের সমৃদ্ধির জন্য আজীবন সংগ্রাম করেছেন’

নিজস্ব প্রতিবেদক : দেশের বৃহৎ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৩ জুলাই) বেলা ১১টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে দৈনিক যুগান্তরের রাজশাহী ব্যুরোর আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

যুগান্তরের সিনিয়র রিপোর্টার রাজশাহী ব্যুরো প্রধান আনু মোস্তফার সভাপতিত্বে এবং ব্যুরোর স্টাফ রিপোর্টার আরইউজের সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তারা বলেন, শিল্পযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্বাধীনতা পরবর্তীতে বঙ্গবন্ধুর  সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে সমৃদ্ধশালী ও আত্মমর্যাদাশীল দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। কর্মীবান্ধব শিল্পপতি নুরুল ইসলাম সব ক্ষেত্রে নিজের দক্ষতা, যোগ্যতা, সাহসিকতা ও মেধার স্বাক্ষর রেখেছেন। তার মৃত্যু দেশের শিল্প ও সেবা খাতের জন্য একটি বিরাট শূন্যতা তৈরি করেছে।

বক্তারা বলেন, দেশ যখন করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার লড়াইয়ে সকল শিল্প প্রতিষ্ঠান কর্মী ছাটাই করেছে, তখন নুরুল ইসলামের গড়ে তোলা ভিতের ওপর দাঁড়িয়ে যমুনা গ্রুপ নিজেদের কর্মীদের পাশে ছিলেন। তার সৃষ্টি ৪১টি শিল্প প্রতিষ্ঠানে দেশের এক লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। এই মহান ব্যক্তি দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আজীবন দৃঢ়তার সঙ্গে কাজ করে গেছেন।

বক্তারা আরও বলেন, নুরুল ইসলাম রণাঙ্গনের যুদ্ধ শেষ করে শিল্পায়নের যুদ্ধে আত্মনিয়োগ করেছিলেন। তার হাত ধরে দেশে বাই-প্রোডাক্ট তৈরিতে যুগান্তকারী সূচনা হয়। শিল্প প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে তিনি ব্যবসার সব নিয়ম-কানুন ও শৃঙ্খলা মেনে চলেছেন। নিয়মের বাইরে একচুলও যাননি তিনি, সব প্রতিষ্ঠান নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করেছেন। নুরুল ইসলাম ছিলেন আধুনিক চিন্তা ধারার একজন সাহসী উদ্যোক্তা।

স্মরণ সভায় বক্তব্য দেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, আরইউজের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান প্রমুখ।

স্মরণসভা ও দোয়া মাহফিলে শিল্পযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন রাজশাহী জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক হাফেজ আবদুস সবুর।

এ সময় রাজশাহীতে কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং টিভি চ্যানেলের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সূত্র : যুগান্তর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.