রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:২৭ am
ডেস্ক রির্পোট : ঈদের তৃতীয় দিনে রাজধানী থেকে পদ্মা সেতুর অভিমুখে ছুটছে বিপুল যানবাহন। পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা অভিমুখে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে দেখা গেছে যানবাহনের সারি। তবে, টোল দিয়ে খুব সহজে পাড়ি দেওয়া যাচ্ছে পদ্মা সেতু। অপেক্ষায় থাকতে হচ্ছে না কোনো যানবাহনকে। এসব যানবাহনের মধ্যে ব্যক্তিগত ও গণপরিবহনের সংখ্যাই বেশি।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘প্রচুর যানবাহন পদ্মা সেতু পাড়ি দিয়ে দক্ষিণবঙ্গে যাচ্ছে। অনেকে আবার ঘুরতে এসেছে। তবে, অপেক্ষায় থাকতে হচ্ছে না কোনো গাড়িকে। টোল দিয়ে সহজেই পাড়ি দিতে পারছে পদ্মা সেতু। গতকালের চিত্রের সঙ্গে আজকের চিত্রের কোনো মিল নেই।’
টোল প্লাজায় দায়িত্বে থাকা সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান জানান, গতকালের মতো যানবাহনকে অপেক্ষায় থাকতে হচ্ছে না। টোল আদায়ের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সবগুলো টোল বুথ (ছয়টি) সচল রয়েছে। আজ ব্যক্তিগত যানবাহন ও দূরপাল্লার বাসের সংখ্যায় বেশি। সূত্র : এফএনএস