রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:৪৬ am
ডেস্ক রির্পোট : শামসুদ্দিন সরকার শমেস ডাক্তারের ২০০ সন্তান। তার আশ্রয়ে ২০০ জন এতিম ও বৃদ্ধ আছেন। সবাই তাকে বাবা বলে ডাকেন। এদের মধ্যে অনেকেই বয়সে তার অনেকে বড়।
শামসুদ্দিনের ২০০ সন্তানকে একবেলা খাওয়ালেন যুব মহিলা লীগের নেত্রী বিপাশা খাতুন। যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট কল্যাণী শিশু সদনের এতিম ও বৃদ্ধদের রান্না করে খাওয়ানো হয়েছে।
বৃহস্পতিবার জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুনের নেতৃত্বে এ খাবার খাওয়ানো হয়।
এতিম ও বৃদ্ধদের খাওয়ানোর সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আনিসুল রহমান, সাধারণ সম্পাদক ও গড়গড়ি ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য রিক্তা বেগম, আড়ানী পৌর যুব মহিলা লীগ নেত্রী মুক্তি খাতুন, চারঘাট উপজেলা যুব মহিলা লীগ নেত্রী ময়না বেগম, সরেরহাট কল্যাণী শিশু সদনের পরিচালক শামসুদ্দিন শমেস উদ্দিন ডাক্তার প্রমুখ।
রাজশাহী শহর থেকে ৫০ কিলোমিটার পূর্বে পদ্মা নদীর তীর ঘেঁষে বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রাম। এ গ্রামে গড়ে উঠেছে ১৯৮৪ সালে সরেরহাট কল্যাণী শিশু সদন নামে ছোট্ট এতিমখানা। পাশাপাশি ২০১৭ সাল থেকে বৃদ্ধাশ্রম। নাম দেওয়া হয়েছে সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ আজিজ বৃদ্ধা নিকেতন।
বর্তমানে বৃদ্ধ ও এতিমের সংখ্যা ২০০ জন। এখানে ১৪০ জন এতিম ও ৬০ জন বৃদ্ধ রয়েছেন। এসব এতিম সন্তান কেউই তার নিজের নয়। ৩৪ বছরে পৈতৃক ১৭ বিঘা জমি বিক্রয় করে এতিমদের রক্ষা করে চলেছেন তিনি। সূত্র : যুগান্তর