মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৯:২৫ pm
নিজস্ব প্রতিবেদক : বন্ধুর সাথে ফোনে কথা বলে বাসা থেকে বের হওয়া রাজশাহী মহানগরীর কুমারপাড়া এলাকার তন্ময় চক্রবর্তী (২৬) পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন।এ ঘটনায় রোববার (৩ জুলাই) নিখোঁজের মা সবিতা চক্রবর্তী বাদী হয়ে মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি জিডি করেছেন। একইসঙ্গে সন্তানকে ফিরে পেতে আকুতি জানিয়েছেন তিনি।
নিখোঁজ তন্ময় চক্রবর্তী রাজশাহীর বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকার রতন চক্রবর্তীর ছেলে।
জিডি সূত্রে জানা গেছে, গত ২ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে এক বন্ধুর সঙ্গে ফোনে কথা বলে বাসা থেকে বের হন তন্ময় চক্রবর্তী। তিনি আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরে বের হয়ে আর ফিরে না আসায় তার খোঁজ শুরু করে পরিবার। কিন্তু সব আত্মীয়স্বজনের বাড়িতে ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে ৩ জুলাই বোয়ালিয়া মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন তন্ময়ের মা সবিতা চক্রবর্তী। তবে নিখোঁজ ডায়েরির চার দিন অতিবাহিত হলেও তন্ময়ের কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ।
এদিকে তন্ময়ের মা তার সন্তানের পথপানে চেয়ে আছেন। তিনি ছেলের শোকে পাগলপ্রায়। তিনি দ্রুত তার সন্তানকে তার বুকে ফিরে পেতে চান। এ ব্যাপারে পুলিশকে জোরালো ভূমিকা পালন করার আকুতি জানান তিনি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, আমরা সম্ভাব্য সব স্থানে খোঁজ করেছি। কিন্তু ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি নিখোঁজ তন্ময়ের সন্ধান পাওয়া সম্ভব হবে। আজকের তানোর