বুধবা, ১৮ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৭:১৭ am
বিনোদন ডেস্ক : গেল বছরের মাঝামাঝি সময়ে শোনা যায়, ডিজিটাল প্ল্যাটফর্মে নাম লেখাচ্ছেন বলিউড অভিনেতা হৃতিক রোশান। ডিজনি প্লাস হটস্টারের পক্ষ থেকে হৃতিকের কাছে দু’টি প্রজেক্টের প্রস্তাব দেওয়া ঞয়। কিন্তু এরপর এ বিষয়ে আর কিছু জানা যায়নি।
কয়েক মাস পর জানা গেল, ডিজনি প্লাস হটস্টারের জন্য নির্মিত হবে ‘দ্য নাইট ম্যানেজার’ নামে ওয়েব সিরিজ। মজার বিষয় হলো, এটি প্রযোজনা করবেন অভিনেত্রী প্রীতি জিনতা। আর এর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হবে হৃতিকের। বলিউড হাঙ্গামা এ খবর প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটিকে একটি সূত্র বলেনÑ‘ওয়েব সিরিজটির চরিত্রের জন্য হৃতিক রোশান উপযুক্ত।
আর এজন্য প্রীতি তার বন্ধু হৃতিককে বেছে নিয়েছেন। জন লে কারে-এর ‘দ্য নাইট ম্যানেজার’ উপন্যাসের ভারতীয় সংস্করণটি প্রযোজনা করছে প্রীতি জিনতা। এই ওয়েব সিরিজে হৃতিকের চরিত্রটি খুবই জটিল। খুব শিগগির এতে কাজ করার বিষয়ে সম্মতি জানাবেন হৃতিক।’ ‘দ্য নাইট ম্যানেজার’ ওয়েব সিরিজটির চিত্রনাট্য ও পরিচালনা করবেন সন্দ্বীপ মোদি। তাকে সহযোগিতা করছেন রাম মধুবানি।
সূত্র : এফএনএস