মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০২:৪৬ am
আসাদুজ্জামান মিঠু, নিজস্ব প্রতিবেদক :
চলতি ২০২২-২০২৩ অর্থ বছরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভায় প্রত্যেক ব্যক্তিকে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। আজ (৬ জুলাই) বুধবার সকালে পৌর মেয়র সাইদুর রহমান আনুষ্ঠানিক ভাবে চাল বিতরণ উদ্ধোধন করেন।
এসময় মেয়র গরীব দুখীদের উদ্দেশ্যে বলেন, এসব চাল কোন কাউন্সিলর বা মেয়রের ব্যক্তিগত ভাবে নিজ হতবিল থেকে বিতরণ নয়। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে ঈদ উপলক্ষ্যে এসব চাল উপহার দিয়েছেন। তাই আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সকলে দোয়া করবেন।
পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার গরীব দুখি ও অসহায় মানুষের জন্য প্রায় ৩ হাজার ৮১ পরিবারের মাঝে এসব চাল বিতরণ শুরু হয়েছে। দুই ব্যাপি চলবে এসব চাল বিতরণ অনুষ্ঠান।
এসময় তানোর উপজেলা মৎস অফিসার শরিফুল আলম, পৌর সচিব আবুল হোসেন, প্যানেল মেয়র আতাউর রহমান, সরকারি প্রতিনিধিসহ সকল ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। আজকের তানোর