বুধবা, ১৩ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৩৫ am

সংবাদ শিরোনাম ::
ওপারের কলকাতায় তারকাদের ‘মধ্যমণি’ শাকিব জুলুমের বিরুদ্ধে ন্যায়বিচার! লেখক, রাজু আহমেদ ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএল প্রাইভেটকার চাপায় চীনে ৩৫ জন পথচারী নিহত নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ৫ বাগমারায় দরিদ্র নারীদের সঞ্চয়ের টাকা উদ্ধার করলেন ইউএনও নগরীতে আরডিএ’র বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার মামলা মেডিক্যাল কলেজে পরীক্ষা দিতে এসে কারাগারে ছাত্রলীগ কর্মী তিন উপদেষ্টার অপসারণ দাবিতে ব্যানার নিয়ে রাস্তায় মহিলা নেত্রী মৌগাছি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন সরকার ১০-১২ বছর ক্ষমতায় থাকতে চাইছে? ইউনূসকে বিএনপির টার্গেট বঙ্গভবন থেকে মুজিবের ছবি সরানো ঠিক হয়নি : রিজভী আফগানিস্তানের কাছে বাংলাদেশের সিরিজ হার, ছক্কায় জয় দুর্গাপুরে ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদকসহ দুইজন আটক রাজশাহী কলেজে ছাত্রলীগ ‘ভয়ংকর রূপে’ ফেরার বার্তা, তদন্ত কমিটি তানোরে শিক্ষকদের একত্রকরণে কার্যকর কমিটি গঠন ও মতবিনিময় নগরীতে বিস্ফোরক মামলার ১৪ আসামি গ্রেপ্তার তানোরে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি-বারিন্দ প্রকল্পের আয়োজনে কর্মশালা রাজশাহীতে কৃষকবান্ধব সেচ নীতিমালা প্রণয়নের দাবিতে মানববন্ধন বাগমারায় আ.লীগ নেতার বিল দখল, জলাবদ্ধতায় জমিতে চাষাবাদ অনিশ্চিত
হাসপাতালের অব্যবস্থাপনায় পরিচালকের ওপর ক্ষুব্ধ অতিরিক্ত সচিব

হাসপাতালের অব্যবস্থাপনায় পরিচালকের ওপর ক্ষুব্ধ অতিরিক্ত সচিব

ডেস্ক রির্পোট : ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালের নানা অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবার নিম্নমান দেখে অসন্তোষ প্রকাশ করলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সাইদুর রহমান।

তিনি দ্রুত এসব অব্যবস্থাপনা দূর করে চিকিৎসাসেবার মান বাড়াতে হাসপাতালের সহকারী পরিচালককে নির্দেশ দেন। এ সময় অতিরিক্ত সচিব বলেন, আপনি কাজ করতে না পারলে সরে যান।

রোববার অতিরিক্ত সচিব সাইদুর রহমান দুই দিনের সরকারি সফরে পাবনায় গিয়ে দুপুর ২টার দিকে সরাসরি পাবনা জেনারেল হাসপাতাল পরিদর্শনে আসেন। বিকাল ৪টা পর্যন্ত টানা ২ ঘণ্টা তিনি হাসপাতালে অবস্থান করেন।

এ সময় তিনি হাসপাতালের জরুরি বিভাগ, গাইনি, সার্জারি, অর্থপেডিক্স, চক্ষুসহ বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে ঘুরে দেখেন। পরিদর্শকালে অতিরিক্ত সচিবের নজরে পড়ে যেখানে হাসপাতালে রোগীর জায়গা হয় না, সেখানে বারান্দার বিশাল জায়গাজুড়ে অব্যবহৃত, নষ্ট ও ভাঙা চেয়ার-টেবিল, সিটের ভগ্নাংশসহ নানা সামগ্রী দিয়ে ভরে রাখা হয়েছে।
রোগীদের রান্নার ঘর, বাথরুম, টয়লেট নোংরা, চরম দুর্গন্ধ। জরুরি বিভাগের ডক্টরস রুমের টিকিৎসকের শোবার বা বিশ্রাম নেওয়ার বিছানার করুণ দশা। জরুরি বিভাগের সঙ্গে গুরুত্বপুর্ণ জায়গায় বানানো হচ্ছে পরিবহণ গ্যারেজ। হাসপাতাল কম্পাউন্ডে ডাক্তারদের জন্য কোর্য়াটার থাকলেও সেখানে কোনো ডাক্তার থাকেন না।

এসব দেখে-শুনে চরম অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্য বিভাগের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। বিকাল সাড়ে ৩টায় তিনি সহকারী পরিচালকের কক্ষে মতবিনিময় সভা করেন। সভায় উপস্থিত সাংবাদিকরা তার নজরে আনেন যে, সম্প্রতি হাসপাতালে কেনাকাটায় অনিয়ম দুর্নীতি হয়েছে।

এ সময় অতিরিক্ত সচিব হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীরকে উদ্দেশ করে বলেন, সব অনিয়ম অব্যবস্থাপনার জন্য আপনাকেই জবাবদিহি করতে হবে। আপনি দ্রুত এসব অনিয়ম অব্যবস্থাপনা নিরসন করে স্বাস্থ্যরসেবার মান বাড়ান। ২ মাসের মধ্যে হাসপাতালের সব নোংরা অকেজো জিনিসপত্র অপসারণ করার নির্দেশ দেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে পাবনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. শাফিকুল হাসান, গণপূর্ত পাবনার নির্বাহী প্রকৌশলী ফয়সাল রহমান, পাবনা জেনারেল হাসপাতালের মেডিসিন কনসলটেন্ট ডা. সালেহ মোহাম্মদ আলী, অর্থপেডিক সার্জন ডা. জাহেদী হাসান রুমী, পাবনা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র : যুগান্তর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.