মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০২:২৫ am
আশাদুজ্জামান মিঠু, ভ্রাম্যমান প্রতিবেদক :
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার টকটকিয়া হমল্লায় প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে বিশুদ্ধ খাবার পানির পাম্প স্থাপন করা হয়েছে। আজ (৩ জুলাই) রোববার বিকেলে মুন্ডুমালা পৌর মেয়র ও পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাবর্মাস্বেুল মটর (ভূ-গর্ভস্থ থেকে পানি উত্তোলন যন্ত্র) স্থাপনের শুভ উদ্বোধন করেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, বেশ কয়েক বছর ধরে বিশুদ্ধ খাবার পানি সমস্যায় ভুকছিলেন এলাকাবাসী। প্রায় আধা কিলোমিটার দুর থেকে পানি এনে জীবন-যাপন করতে বেশ বেগ পেতে হচ্ছিল তাদের। এহেন খবর মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমানের নজরে আসলে শুক্রবার তাৎক্ষণিক সার্বমাস্বেবুল পাম্প বসানোর নির্দেশ দেন পৌর সংশ্লিষ্ট প্রকৌশলী বিভাগকে।
মেয়রের এহেন নির্দেশে রোববার বিকেলে ওই টকটকিয়া হমল্লায় পানির পাম্প বসিয়ে শুভ উদ্বোধন করে দোয়া অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার ১৫০ পরিবারের মাঝে খাবার পানি পানের স্থায়ী সমাধান হয় বলে ভুক্তভোগীরা জানান।
এসময় মেয়রের সাথে উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর আতাউর রহমান ও প্যানেল মেয়র-২ আতিকুল ইসলাম বাবলু প্রমুখ।
মেয়র সাইদুুর রহমান বলেন, মুন্ডুমালা পৌর এলাকায় ভূ-গর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। ভূ-গর্ভে পানির অভাবে অনেক পাম্প অকার্যকর হয়ে পড়ছে। ওই এলাকার টকটকিয়া মহল্লায় পানির স্তর পাওয়া যাচ্ছি না। কোন রকম একটি ছোট পাম্প বসিয়ে ১৫০ পরিবারের মধ্যে পানির সমস্যা আপাতত দূর করা হয়েছে।
মেয়র আরও জানান, মুন্ডুমালা পৌর এলাকার জন্য বড় একটি পাইলট প্রকল্পের মাধ্যমে পানির ব্যবস্থা করা অতি জরুরি। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে আবেদন করা হয়েছে। আজকের তানোর