বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ১০:৩০ pm
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০) জুন দুপুরে উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি আনিছুর রহমান মিটু, (দৈনিক প্রভাতের আলো) সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম সাজু (দৈনিক সংগ্রাম) সহ-সভাপতি তাহেরা জামান লিপি (দৈনিক ভোরের চেতনা) সাধারণ সম্পাদক এসআই সুমন (দৈনিক বগুড়া) যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান (দৈনিক উত্তরের দর্পণ) কোষাধ্যক্ষ গোলাম রব্বানী শিপন (দৈনিক প্রত্যাশা প্রতিদিন ও নিরাপদ নিউজ) দপ্তর সম্পাদক কেএম আমিনুল ইসলাম (দৈনিক মুক্ত সকাল) প্রচার সম্পাদক আব্দুল বারী (দৈনিক মুক্তবার্তা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাফায়াত সজল (দৈনিক দূরন্ত সংবাদ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুনছুর রহমান আকাশ (দৈনিক একুশে সংবাদ) সিনিয়র কার্যনির্বাহী সদস্য মহাস্থান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বাছেত (দৈনিক চাঁদনী বাজার) কার্যনির্বাহী সদস্য আব্দুল হান্নান প্রাং টগর (দৈনিক মুক্ত জমিন) কে নির্বাচিত করা হয়।
সম্মেলনে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সহকারী কমিশনার সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সহ-সভাপতি আব্দুস সাত্তার ও যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ, বাংলা ভিশনের বগুড়া ব্যুরো চীপ আব্দুর রহিম বগর, মোকামতলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়া প্রতিনিধি নুরুল আমিন তালুকদার, শিবগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি রশিদুর রহমান রানা।
এসময় উপস্থিত ছিলেন, বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বৈশাখী টিভির বগুড়া ব্যূরো চীফ কমলেশ মহন্ত শানু, দৈনিক ইনকিলাব পত্রিকার বগুড়া ব্যূরো চীফ মহসিন আলী রাজু, এখন টিভির বগুড়া ব্যূরো চীফ মাজেদুর রহমান, বাংলাটিভি ও যায়যায়দিন বগুড়া জেলা প্রতিনিধি ইমরান হোসাইন লিখন, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান খান মিন্টু, দৈনিক জয়যুগান্তর শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম রবি, বাংলাভিশনের ক্যামেরাপার্সন মতিউর রহমান, একুশে টেলিভিশনের ক্যামেরাপার্সন রফিকুল ইসলাম রকিসহ স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গতঃ সকল পদে একাধিক প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সকলে নির্বাচিত হয়। আজকের তানোর