মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৪৯ am
এইচএম ফারুক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার আয়োজনে ও পিকেএসএফের অর্থ আর সহযোগীতায় নবীন ও প্রবীনদের সম্মাননা প্রদান করা হয়েছে। আজ (৩০ জুন) বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার কামারগাঁ ইউপি চত্বরে এ সম্মাননা প্রদান করা হয়।
উপজেলার কামারগাঁ ইউনিয়নে শ্রেষ্ঠ প্রবীন ও প্রবীন সন্তান সম্মাননা ছাড়াও দুঃস্থ প্রবীণদের মাঝে ভাতা প্রদান, হুইল চেয়ার প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপজেলার কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. মোহসিন আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ হোসেন খান, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সমন্বয়কারী মো. আলীনুর হোসেন, কামারগাঁ ইউপি সদস্য আলাউদ্দীন আলী, শরিফুল ইসলাম রাজা, তোফায়েল হোসেনসহ আরো অনেকে।
উক্ত অনুষ্ঠানে ৬৬ জন দরিদ্র প্রবীনদের ৫০০ টাকা করে ভাতা প্রদান করা হয়। এছাড়াও ৩ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার, শ্রেষ্ঠ্য ৫ জন প্রবীন ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান ও শ্রেষ্ঠ ৫ জন সন্তানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
এছাড়াও ছাত্র-ছাত্রী, যুব নারী-পুরুষ, কিশোর-কিশোরী, প্রবীনদের অংশ গ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেন, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও প্রবীনদের জীবনমান উন্নয়নে কামারগাঁ ইউপিতে যে সকল কাজ করে যাচ্ছে তা প্রসংসনীয়।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ফজলে রাব্বী ফরাদ বলেন, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার আওতায় সকল উপকারভোগীদের পক্ষে তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। আজকের তানোর